Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পামেলা কোকেন কাণ্ডে গ্রেফতার আরো এক রাকেশ ঘনিষ্ঠ

Updated :  Monday, March 1, 2021 11:29 AM

তদন্তে নেমে এবারে পামেলা (Pamela Goswami) কান্ডে আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করল নিউ আলিপুর থানার পুলিশ। এই গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সুরাজ কুমার সাউ। অর্ফান গঞ্জ রোড থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তবে এই ব্যক্তির পামেলা কাণ্ডের সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেটাই এখন বড় কথা।

জানা যাচ্ছে, বিজেপি নেতা রাকেশ সিং (Rakesh Singh) কার্যত এই ব্যক্তিকে নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশ মেনে তিনি স্কুটি নিয়ে তার পিওর কাছে গিয়েছিলেন। এরপর থেকেই অমৃত সিং (Amrit Singh) পলাতক। ওই স্কুটি পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং খতিয়ে দেখা হচ্ছে ওই স্কুটি করে কোকেন বা অন্য কোনো মাদকদ্রব্য পাচার করা হয়েছে কিনা। কার্যত জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য সুরাজ কুমার সাউকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ।

প্রসঙ্গত, কোকেন কাণ্ডে পামেলা অথবা রাকেশ কে বা কারা জড়িত সেই নিয়ে ইতিমধ্যেই ১২ জন কে জেরা করতে শুরু করেছে গোয়েন্দারা। কামেলা বারবার দাবি করেছেন তার ব্যাগে মাদক রেখেছিলেন অমৃত সিং নামক এক যুবক। সেই যুবকের তল্লাশি চালাচ্ছে বর্তমানে কলকাতা পুলিশ। ওই অভিযোগের পর এই অমৃত পালিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত পুলিশ তার হদিস পায় নি। জানা যাচ্ছে, তালিকাভুক্ত ২৪ জনকে জেরা করবে কলকাতা পুলিশ।