Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ছয় মাস আগে হারিয়েছেন ছেলেকে, হৃদরোগে আক্রান্ত সুশান্তের বাবা

Updated :  Tuesday, December 22, 2020 8:58 AM

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবা কে.কে.সিং।  তাঁকে দ্রুত ফরিদাবাদের এশিয়ান হাসপাতালে ভর্তি করা হয়।  এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।  সুশান্তের বন্ধু ও ফটোগ্রাফার ভাইরাল ভয়ানি সুশান্তের দুই দিদি প্রিয়াঙ্কা ও মিতুর সঙ্গে তাঁদের বাবা কে.কে.সিং-এর ফটো ইন্সটাগ্রামে পোস্ট করে ক্যাপশন দিয়ে লিখেছেন, সুশান্তের বাবার হৃৎপিন্ডে সমস্যা দেখা দিয়েছে।  ভাইরাল ভয়ানি সুশান্তের বাবার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

ভাইরাল ভয়ানির শেয়ার করা ফটোতে দেখা যাচ্ছে এশিয়ান হাসপাতালের বেডে আধশোয়া হয়ে রয়েছেন কে.কে.সিং। তাঁর পরনে রয়েছে হাসপাতালের পোশাক, মাথায় টুপি ও মুখে সার্জিক্যাল মাস্ক। বেডের দুপাশে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন সুশান্তের দুই দিদি প্রিয়াঙ্কা ও মিতু। তাঁদের হাতের ‘ভিকট্রি’ সাইন দেখে বোঝা যাচ্ছে, আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন কে.কে.সিং।

বিখ্যাত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ছয় মাসের বেশি সময় কেটে গিয়েছে।  সুশান্তের রহস্যময় মৃত্যু জনসমক্ষে এনে দিয়েছে বলিউডের চোরাগোপ্তা মাদকযোগকে। সুশান্তের মৃত্যুর তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে। অপরদিকে বলিউডের মাদকযোগ নিয়ে তদন্ত করছে এনসিবি। সুশান্তের মৃত্যু বলিউডে এনে দিয়েছে বিষাদের ছায়া।  কিছু দিন আগে সুশান্তের বন্ধু বিশাদ সুশান্তের হলিউড যাওয়ার পরিকল্পনা করার কথা জানান। তিনি বলেন, সুশান্ত তাঁর হাতে থাকা ফিল্মের কাজ দ্রুত শেষ করে হলিউড পাড়ি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এমনকি বিশাদকে নিজের পরিকল্পনার ব্লু -প্রিন্ট দেখিয়েছিলেন সুশান্ত। সুশান্তের স্বপ্ন ছিল লস অ্যাঞ্জেলেসে বাড়ি কেনার। বিশাদ জানিয়েছেন, সুশান্তকে একাকীত্ব গ্রাস করেছিল।