Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাচ্চাকে জড়িয়ে ধরে আদর করছেন সুশান্ত, পুরনো ভিডিও দেখে চোখে জল ভক্তদের

Updated :  Saturday, September 19, 2020 10:50 AM

মৃত্যুর পর মানুষ চর্চা করেছেন অভিনেতা সুশান্তকে নিয়ে। তাঁর সম্পর্কে যত তথ্য উঠে এসেছে, মানুষ তত ভালোবেসে ফেলেছে তাঁকে।

বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা ভিডিও ও ছবিতে দেখা গেছে বাচ্চা শিশুদের সঙ্গে কতটা অন্তরঙ্গ ভাবে মিশতেন অভিনেতা। আসলে আর পাঁচজন স্টারেদের মত ক্যামেরার সামনে নয়, বাচ্চাদের সঙ্গে অকৃত্রিম ভাবে সময় কাটাতে ভালোবাসতেন সুশান্ত।

সদ্য ইনস্টাগ্রামে অভিনেতার একটি ফ্যান পেজে ভাইরাল হল সুশান্তের একটি ভিডিও ক্লিপ। যেখানে একটি ছোট্ট গাদা শিশুর উপর ঝুঁকে একেবারে উন্মত্তের মত আদর করছেন সুশান্ত শিশুটিকে। এমন আচমকা আদরের ঝাপটা সহ্য না করতে পারছে না বাচ্চাটি। চিৎকার করে সে প্রাণপণে সুশান্তের গলা খামচে ধরে তাঁকে সরাতে প্রয়াসী। আদর শেষে মিষ্টি ভঙ্গিতে বাচ্চাটিকে বকতেও দেখা গেল সুশান্তকে।

মজার ভিডিওটি দেখে হাসির পাশাপাশি বুকে হালকা কষ্টের ঝিলিক খেলে যাচ্ছে নেটিজেনদের। রইল সেই মিষ্টি স্মৃতির ভিডিওটি আপনার জন্য।

 

View this post on Instagram

 

Overloaded cuteness in single frame..❤ @sushantsinghrajput Follow-@sush_fan_forever #sushantsinghrajput #sushantsinghrajputfoundation #sushantsinghrajputtelescope #sushantsinghrajputlovers #sushantsinghrajputcase #sushantsinghrajputfanclub #sushantsinghrajputfans #sushantsinghrajputfan_club #sushantsinghrajputislove #sushantsinghrajput_forever❤? #sushantsinghrajputteam #sushantsinghrajputworld #sushantsinghrajput♥️✨ #sushantsinghrajputfan #sushantsinghrajputrip #sushantsinghrajput_forever #sushantsinghrajputslays #sushantsinghrajputofficial #sushantsinghrajput_alive #sushantsinghrajputfanworld #sushantsinghrajputforever #sushantsinghrajputfamily #sushantsinghrajputsketch #sushantsinghrajput_fanworld #sushantsinghrajputmerijaan #sushantsinghrajputfc

A post shared by Sushant singh rajput❤ (@sush_fan_forever) on