Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সিনেমা হল খুলতেই ফের মুক্তি পেতে চলছে সুশান্তের ‘কেদারনাথ’

Updated :  Thursday, October 15, 2020 2:04 PM

বেশ অনেকদিন হয়েগেল আনলক প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। কিন্তু সিনেমা হল গুলি না খোলার জন্য বেশীরভাগ মুভি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। ফলে বাণিজ্যে বড় ধাক্কা খেয়েছে বলিউড। এবারে সেই সব অতীত হতে শুরু করেছে। খুলতে চলেছে সমস্ত প্রেক্ষাগৃহ। আর লকডাউনের পরে আগামিকাল সিনেমা হল খুলতেই মুক্তি পেতে চলেছে সুশান্তের ‘কেদারনাথ’ সহ আরও চারটি হিন্দি সিনেমা।

সিনেমা হল খুলতেই ফের মুক্তি পেতে চলছে সুশান্তের 'কেদারনাথ'

সারা-সুশান্তের জুটি বেঁধে প্রথম কাজ কেদারনাথ। মুক্তি পাবে পুনরায় প্রেক্ষাগৃহে। সুশান্তের অনুরাগীদের জন্য এটা একটা খুশির খবর হলেও বাণিজ্য মহলে এটা একটা নতুন পলিসি হতেই পারে। কিছু নেটিজেন ইতিমধ্যে আওয়াজ তুলেছে, সুশান্তের ছবি পুনরায় দেখানোর অর্থ হল অধিক অর্থ উপার্জন। পাশাপাশি কিছু নেটিজেন খুশি সুশান্তের সিনেমা পুনরায় প্রেক্ষাগৃহে আসার জন্য। প্রকাশ পাবে তাপসী পান্নু অভিনীত ছবি ‘থাপ্পর’।

সিনেমা হল খুলতেই ফের মুক্তি পেতে চলছে সুশান্তের 'কেদারনাথ'

অজয় দেবগণ, কাজলের ছবি ‘তানাজি’ আবার থিয়াটার হল কাঁপাতে আসছে।

সিনেমা হল খুলতেই ফের মুক্তি পেতে চলছে সুশান্তের 'কেদারনাথ'

চার সিনেমার মধ্যে মধ্যে আয়ুষ্মান খুরানা অভিনীত মজার ছবি ‘শুভ মঙ্গলম জাদা সাবধান’।

সিনেমা হল খুলতেই ফের মুক্তি পেতে চলছে সুশান্তের 'কেদারনাথ'

আছে পাগল করা লাভ স্টোরি ‘মালং’।

সিনেমা হল খুলতেই ফের মুক্তি পেতে চলছে সুশান্তের 'কেদারনাথ'