Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অবিশ্বাস্য! সুস্মিতা সেনের কন্যা যেন ৮০’র দশকের কার্বন কপি, মায়ের থেকেও চারগুণ সুন্দরী, ছবি দেখলে চমকে যাবেন

Updated :  Thursday, September 11, 2025 7:32 PM
Sushmita Sen Daughter

একসময় সৌন্দর্যে পুরো দেশকে মোহিত করেছিলেন বলিউড অভিনেত্রী ও প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। আজও তার উপস্থিতি ভক্তদের কাছে সমান আকর্ষণীয়। তবে এবার আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তার বড় মেয়ে রেনি সেন। সাম্প্রতিক ছবিগুলিতে রেনির স্টাইলিশ লুক দেখে অনেকেই অবাক হচ্ছেন, এমনকি তাকে ৮০-র দশকের কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাতিলের হুবহু প্রতিচ্ছবি বলেও মন্তব্য করছেন নেটিজেনরা।

সুস্মিতার দুই কন্যা, আলোচনায় রেনি

৪৯ বছর বয়সেও অবিবাহিত থেকেও মা হয়েছেন সুস্মিতা সেন। দত্তক নিয়েছেন দুই কন্যা—রেনি ও আলিশা। ছোট থেকেই মায়ের মতো আলোচনার কেন্দ্রে থেকেছে রেনি। বর্তমানে তিনি নিজের রূপ ও ব্যক্তিত্ব দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন।

অবিশ্বাস্য! সুস্মিতা সেনের কন্যা যেন ৮০’র দশকের কার্বন কপি, মায়ের থেকেও চারগুণ সুন্দরী, ছবি দেখলে চমকে যাবেন

ভাইরাল ছবিতে নজর কাড়লেন

সাম্প্রতিক ছবিতে রেনিকে দেখা গেছে কালো রঙের লম্বা পোশাকে, খোলা চুলে ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে। সেই লুকে তার ক্যারিশমা নজর কেড়েছে অনুরাগীদের। ব্যবহারকারীদের একাংশ লিখেছেন—“প্রথমে ভেবেছিলাম ছবিটি স্মিতা পাতিলের।” আরেকজন মন্তব্য করেছেন—“রেনি সত্যিই তার মায়ের মতোই অনন্যা।”

অবিশ্বাস্য! সুস্মিতা সেনের কন্যা যেন ৮০’র দশকের কার্বন কপি, মায়ের থেকেও চারগুণ সুন্দরী, ছবি দেখলে চমকে যাবেন

অভিনয়ে পা রাখার প্রস্তুতি

রেনি শুধু সৌন্দর্যেই নয়, ক্যারিয়ার নিয়েও সমান গুরুত্ব দিচ্ছেন। তিনি ইতিমধ্যেই অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন স্বল্পদৈর্ঘ্য ছবি ‘সুত্তাবাজি’ দিয়ে, যেখানে বিদ্রোহী এক কিশোরীর চরিত্রে তাকে দেখা গিয়েছিল। অভিনয়ের পাশাপাশি রেনি কত্থক নৃত্যে প্রশিক্ষণপ্রাপ্ত, যা তার শিল্পীসত্তাকে আরও সমৃদ্ধ করেছে।

ভক্তদের প্রত্যাশা বাড়ছে

নেটিজেনদের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, রেনি তার মায়ের মতোই বলিউডে নিজের জায়গা করে নেবেন কি না। তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও পারফরম্যান্সে ভর করে অনেকেই মনে করছেন, খুব শীঘ্রই তিনি বলিউডের বড় পর্দায় নাম লেখাবেন।

সৌন্দর্যের পাশাপাশি ব্যক্তিত্বের ছাপ

রেনির সাম্প্রতিক ছবিগুলি কেবল ফ্যাশন বা গ্ল্যামারের প্রদর্শন নয়, বরং তার আত্মবিশ্বাসেরও প্রতিফলন। যে ভঙ্গিতে তিনি ক্যামেরার সামনে দাঁড়ান, তা স্পষ্ট করে দেয় তিনি কেবল স্টার কিড নন, বরং নিজের পরিচয় গড়তে আগ্রহী এক তরুণী।

অবিশ্বাস্য! সুস্মিতা সেনের কন্যা যেন ৮০’র দশকের কার্বন কপি, মায়ের থেকেও চারগুণ সুন্দরী, ছবি দেখলে চমকে যাবেন

সুস্মিতা সেন একসময় ভারতীয় সৌন্দর্যের প্রতীক ছিলেন। আজ তার কন্যা রেনিও ধীরে ধীরে সেই আলোয় পা রাখছেন। সৌন্দর্যের সঙ্গে প্রতিভা মিলিয়ে তিনি কতদূর এগোতে পারেন, সেটিই এখন দেখার।