Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অক্সিজেনের ঘাটতি, দিল্লীর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পাঠানোর ব‍্যবস্থা করছেন সুস্মিতা সেন

Updated :  Friday, April 23, 2021 7:14 PM

করোনা অতিমারীতে এই মুহূর্তে সারা দেশ জুড়ে দেখা দিয়েছে অক্সিজেনের ঘাটতি। তার মধ্যে প্রথম তালিকায় রয়েছে দিল্লি। সম্প্রতি সুস্মিতা সেন (Susmita sen) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে দেখা গিয়েছিল দিল্লির শান্তি মুকুন্দ হাসপাতালের সিইও সুনীল সাগ্গর (sunil saggar) ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েছেন অক্সিজেনের ঘাটতির কথা বলতে গিয়ে। তিনি বলেন, তাঁদের কাছে আর মাত্র কয়েকটি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। ফলে যেসব রোগী ডিসচার্জ করার মতো অবস্থায় আছেন, তাঁদের ডিসচার্জ করে দিলে আর হয়তো খুব বেশি হলে দুই ঘন্টা চালানো যেতে পারে।

ভিডিওটি শেয়ার করে সুস্মিতা জানিয়েছেন, তিনি শান্তি মুকুন্দ হাসপাতালের জন্য কিছু অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে পারলেও সেগুলি মুম্বই থেকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য কোনো ট্রান্সপোর্ট পাচ্ছেন না। বিষয়টি জানিয়ে সুস্মিতা অনুরাগীদের কাছে সাহায্য চেয়েছেন।

কিন্তু সুস্মিতার কয়েকজন অনুরাগী বলেছেন, দিল্লিতে না পাঠিয়ে মুম্বইয়ের কোনো হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারগুলি দিয়ে দিতে। মুম্বইয়ের কাছে এখনও পর্যাপ্ত অক্সিজেন রয়েছে। কিন্তু দিল্লির ছোট হাসপাতালগুলির অবিলম্বে অক্সিজেন দরকার। তবে পরে সুস্মিতা টুইট করে জানিয়েছেন, হাসপাতালটি আপাতত অন্য একটি জায়গা থেকে অক্সিজেনের ব্যবস্থা করতে পেরেছে। ফলে সুস্মিতা অক্সিজেন সিলিন্ডারগুলি পাঠানোর জন্য আরও কিছুটা সময় পেয়ে গেলেন। তাঁকে সমর্থন করার জন্য সুস্মিতা নেটিজেনদের ধন্যবাদ জানিয়েছেন। অনুরাগীরাও সুস্মিতার এই কাজের প্রশংসা করেছেন।