Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রেম করছেন ‘অপরাজিতা অপু’ সুস্মিতা! রইল অভিনেত্রীর প্রেমিকের আসল পরিচয়

Updated :  Wednesday, January 26, 2022 1:44 PM

২০২০ থেকে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে ‘অপরাজিতা অপু’। এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন সুস্মিতা দে। শুরু থেকেই ক্যামেরার সামনে তার প্রাণবন্ত অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। তার মিষ্টি হাসি দুষ্টু মিষ্টি কথা দর্শকদের আকর্ষণ করেছিল ধারাবাহিকের দিকে। তবে সম্প্রতি জানা গিয়েছে, অন-ক্যামেরার পাশাপাশি অফ-ক্যামেরাতেও চুটিয়ে প্রেম করছেন পর্দার অপু।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের প্রেমিক অনির্বাণ রায়ের সাথে বেশ কয়েকটি ছবি শেয়ার করে তাকে জানালেন জন্মদিনের শুভেচ্ছার কথা। দু’বছরের গোপন প্রেম অবশেষে সামনে এলো। গত দু’বছর ধরে গোপনে অনির্বাণ রায়ের সাথে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। গোটা ‘অপরাজিতা অপু’র সেট জানে একথা এমনটাই জানা গিয়েছে। তবে এই অনির্বাণ রায় আসলে কে? সেকথা জানতেই এক নামী সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সাথে। তবে অভিনেত্রী মিষ্টি হেসে বলেছেন এই মুহূর্তে তিনি নিজের প্রেমিকের ব্যাপারে কিছু বলতে চান না।

তবে বিনোদন জগতের কোন খবরই চাপা থাকেনা। কোন না কোন সূত্র থেকে তা চলে আসে মানুষের সামনে। জানা গিয়েছে, অনির্বাণ রায় আসলে মালদার ছেলে। তিনি পেশায় এই বিনোদন জগতের অনুষ্ঠানের আয়োজক। তার সাথে এক বিউটিহান্ট প্রতিযোগিতায় পরিচয় হয়েছিল অভিনেত্রীর। সেই থেকেই আলাপচারিতার শুরু। পরে তাদের সম্পর্ক প্রেমে পরিণত হয়েছে। তবে গত দু’বছর ধরে এই গোপন প্রেমের কাহিনী কেন হঠাৎ সামনে নিয়ে এলেন অভিনেত্রী? তবে এই প্রসঙ্গে অভিনেত্রী কিছুই বলেননি। তবে অনেকের মনেই প্রশ্ন উঠছে তবে কি এবার গাঁটছড়া বাঁধতে চলেছেন ‘অপরাজিতা অপু’। তবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

শুটিং সেটে অভিনেত্রীকে মালদা নামেই ডাকা হয়। ধারাবাহিকের পর্দায় তিনি মালদারই বিডিও। সম্প্রতি ২৩’শে জানুয়ারি অনির্বাণের জন্মদিনে তার সাথে একাধিক ছবি একসাথে জুড়ে একটি রিল ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন সুস্মিতা। সাথে গুছিয়ে একটি সুন্দর ক্যাপশনও দিয়েছেন। দেখে নিন সেই ভিডিও।