জানকীনাথ মন্দিরে যজ্ঞ সেরে হলদিয়ার পথে রওনা দিলেন শুভেন্দু, আজকেই হবে মনোনয়ন পেশ
মনোনয়ন পেশের সময় হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে থাকবেন বাবুল সুপ্রিয়, স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধান
বুধবার নন্দীগ্রাম আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জমা দিতে চলেছেন মনোনয়নপত্র। ইতিমধ্যেই নন্দীগ্রামের ভোটার হিসেবে নিজেকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর নন্দীগ্রামের সিংহবাহিনী মন্দিরে পুজো দিতে গিয়েছেন শুভেন্দু।
এরপর সেখান থেকে জানকীনাথ মন্দিরে এসে পুজো দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে শুভেন্দু অধিকারীর জন্য একটি যজ্ঞের আয়োজন করা হয়েছিল। ওই যজ্ঞে শুভেন্দু অধিকারী অংশগ্রহণ করেন। এরপর তিনি যাবেন সরাসরি হলদিয়াতে।
হলদিয়াতে রয়েছে এলাকার মহকুমা শাসকের অফিস। সেখানে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। এর আগে রাস্তায় একটি রোড শো করতে চলেছেন শুভেন্দু। সেই রোড শোতে তার সাথে উপস্থিত থাকবেন ৩ কেন্দ্রীয় মন্ত্রী। থাকতে চলেছেন স্মৃতি ইরানি, বাবুল সুপ্রিয় এবং ধর্মেন্দ্র প্রধান।
তারপরে হয়তো তিনি একটি জনসভা করতে চলেছেন। বিজেপিতে যাবার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তারপরে যখন তিনি নন্দীগ্রামে প্রার্থী হলেন তারপর তার বিরুদ্ধে বহিরাগত কার্ড খেলা শুরু করেন শুভেন্দু। শুভেন্দুর মন্তব্যের পাল্টা মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরবর্তীতে নন্দীগ্রামে জনসংযোগ করার সময় গভীর ভাবে আহত হয়েছেন মমতা। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি। যদিও, এই হামলা নিয়ে কোনরূপ মন্তব্য করতে চাননি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।