আজ বিকেলে চারটে নাগাদ রাজভবন গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এক দল বিজেপি নেতা। বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল সরাসরি রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে দেখা করবেন। এই দলটির পুরোধা হিসেবে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করা বিষয় নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর ট্যুইট করে জানিয়েছেন এ বিষয়টি। তিনি জানিয়েছেন, ” পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধী বিধায়কদের একটি প্রতিনিধিদল বিকেল ৪টে নাগাদ রাজভবনে আসতে চলেছেন। ”
এই বিষয়টি নিয়ে অনেকদিন ধরে রাজনৈতিক মহলে চর্চা চলছে। শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল জগদীপ ধনকর দেখা করে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন। এর আগেও বিরোধী দলনেতা রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতি নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন। তবে এবারে হয়তো বিষয়টি কিছুটা আলাদা। এবারে সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে নয় বরং বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অভিযোগ তুলবেন শুভেন্দু অধিকারী।
https://twitter.com/jdhankhar1/status/1414776547072901123?s=20
শুভেন্দুর অভিযোগ থাকবে বিমান বন্দ্যোপাধ্যায় এর নামে। সম্ভবত, মুকুল রায়কে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার যে সিদ্ধান্ত বিমান বন্দ্যোপাধ্যায় নিয়েছেন সেই নিয়ে রাজ্যপালকে নালিশ জানাতে চলেছেন শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি রাজ্যপালের সঙ্গে দেখা করার আগে বিভিন্ন কমিটির সভাপতিত্ব ছেড়ে দেবেন বিজেপি বিধায়করা। তবে পশ্চিমবঙ্গ বিধানসভায় এরকম ঘটনা খুব একটা বিরল নয়। এর আগেও দুইজনকে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হিসাবে নিয়োজিত করা হয়েছিল যারা খাতায়-কলমে বিরোধীদলের বিধায়ক হলেও শাসক দলের নেতা। এরকম ঘটনাটি ঘটেছিল কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া এবং শংকর সিং এর ক্ষেত্রে। সেই সময় যখন এ দুজনকে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োজিত করা হয় তখন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। আর এই তালিকায় এবার তৃতীয় নাম হিসেবে যুক্ত হলো মুকুল রায়ের নাম।
তবে শুধুমাত্র রাজ্যপালের কাছে নালিশ করে ক্ষান্ত হতে চাইছেন না শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, তিনি দিল্লি গিয়ে সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাতে চলেছেন। এই কাজের জন্য তিনি বিজেপির 10 জন বিধায়ক কে এই সফরে নেবেন। তবে দিল্লিতে গিয়ে কি নিয়ে অভিযোগ জানাবেন শুভেন্দু অধিকারী সেই নিয়ে খুব একটা বেশি কিছু জানা যাচ্ছে না। বিজেপি বারংবার দাবি করছে বহু কেন্দ্রীয় প্রকল্প নিজের নামে চালানোর চেষ্টা করছে রাজ্য সরকার। সেই নিয়ে হয়তো শুভেন্দু অধিকারী দিল্লি সফরে অভিযোগ করতে চলেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। তার পাশাপাশি, শুভেন্দু অধিকারীর দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্য বিজেপির কাছে কারণ এই বৈঠকে রাজ্যের বিজেপি বেসুরো নেতাদের ব্যাপারে কথা হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ফলে সকলেই এখন তাকিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী কি করেন সেই দিকে।