মিছিলে যান কিন্তু ভোটটা বিজেপিকই দেবেন। বাম কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে এমনটাই বার্তা প্রদান করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvandu Adhikari)। দুর্গাপুরে দলের যোগদান মেলায় শুভেন্দু আরও একবার নিশানা করেন ‘ভাইপো’কে। এইদিন তিনি বলেন,”রাজ্যে নেই শিল্পনীতি। রানিগঞ্জ, জামুরিয়ায় চলছে অবৈধ কয়লাখনি। এর সাথে কে যুক্ত? বিজেপিতে যোগদান করেই বলেছিলাম, তোলাবাজ ভাইপো হঠাও, বাংলা বাঁচাও। লালাকে আপনারা চেনেন। এই কারণেই তো বাঁকুড়া এবং পুরুলিয়ার পর্যবেক্ষকের পদ থেকে আমায় সড়িয়ে দিয়েছিল ভাইপো। এনামুল, লালা এবং গণেশ বাগাড়িয়া হয়ে গিয়েছে। আর একটা চৌকাঠ পেরিয়ে গেলেই তোলাবাজ ভাইপো।”
এইদিন শুভেন্দু অধিকারী বলেন,”এই দলটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হওয়ার পরে বিশ্বের বৃহত্তম পার্টির সদস্যপদ নেওয়ার কথা ভাবি। ভারতীয় জনতা পার্টির পরিবার আমাকে আপন করে নিয়েছেন। কেউ ভাই, কেউ সন্তান, কেউ দাদার মতো করে আপন করে নিয়েছেন আমায়। এই জন্য কৃতজ্ঞ আমি। বিজেপিকে আরও বেশি হৃষ্টপুষ্ট করাই লক্ষ্য।”
বিগত কিছু দিন ধরেই শুভেন্দুর মুখে শোনা যাচ্ছিল সিপিএমের প্রশস্তি। এই দিন আরও একধাপ এগিয়ে বাম এবং কংগ্রেস কর্মীদের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান করেছেন তিনি। তার বক্তব্য,”বামপন্থী এবং কংগ্রেস কর্মীদের বলব মিছিলে যাচ্ছেন যান। কিন্তু ভোটটা বিজেপিকে দিন। বিজেপি এলে হবে পঞ্চায়েত ভোট। এখানে ২০ টা পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয়নি। ২০১৭ সালে দুর্গাপুর পুরনির্বাচনে বাইরে থেকে মুখে গামছা বেঁধে লোক এসেছিল। সিপিএমও একাজ করেনি। বিজেপি আসলে পঞ্চায়েত ভোট হবে। আপনি ভোট দিতে পারবেন।’