আজ অর্থাৎ রবিবার বাংলা সফরের দ্বিতীয় দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। গতকাল মেদনীপুরের সভায় তৃণমূলের ৪০ জন বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। গতকালের ঘটনায় রীতিমতো স্তম্ভিত বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা। একসাথে এতজন বিধায়কের বিজেপি যোগ শাসকদল শিবিরে চরম অস্বস্তির সৃষ্টি করেছে। এরইমধ্যে আজ রবিবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বোলপুর রোড শো করবেন। সেখানে তিনি বিশ্বভারতী উপাচার্যদের নিমন্ত্রনে শান্তিনিকেতন আশ্রম ঘুরেও দেখবেন। তবে আজকের রোড শোতে থাকছেন না সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী।
গতকাল মেদিনীপুর থেকে নিউটাউনে একই হেলিকপ্টারে করে এসেছিলেন অমিত শাহ ও শুভেন্দু অধিকারী। সবার অনুমান করেছিল শুভেন্দু অধিকারী রাত্রে হোটেলেই থাকবেন। কিন্তু তিনি অমিত শাহের সাথে বৈঠক করে রাতেই হোটেল থেকে বেরিয়ে যান। তাই তিনি আজকের রোড শো তে আর থাকবেন না। এছাড়া এমনিতেও বিশ্বভারতী প্রাঙ্গণে শুধুমাত্র অমিত শাহ ঘুরবেন। তার সাথে কোন বিজেপি নেতা থাকবে না। তবে রোড শো তে উপস্থিত না থাকলেও অন্ডাল বিমানবন্দরে দুপুরবেলা স্বরাষ্ট্রমন্ত্রীকে সি অফ করতে উপস্থিত থাকবেন শুভেন্দু। সেই বিমানবন্দরেই রাজ্য নেতাদের সাথে অমিত শাহের একপ্রস্থ বৈঠক করার সম্ভাবনা আছে। অবশ্য আগামী সপ্তাহেই দিল্লি যেতে পারেন শুভেন্দু। সেই কথা বিমানবন্দরে বৈঠকে স্থির হবে।
বর্তমানে জানা যাচ্ছে অমিত শাহ শুরুতেই শুভেন্দু অধিকারীকে প্রস্তাব দিয়েছিল যাতে সে নয়াদিল্লি এসে দিন্দয়াল উপাধ্যায় মার্গে বিজেপি সদর দপ্তর থেকে গেরুয়া শিবিরে যোগদান করেন। কিন্তু তা সম্ভব হয়নি। বর্তমানে দিল্লিতে কৃষক আন্দোলন চলছে। এই মুহূর্তে দিল্লিতে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বড় বেমানান হতে পারে। তাই শুভেন্দু অধিকারী চেয়েছিলেন তিনি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বাংলা গেরুয়া শিবিরে নিজের নাম লেখাবেন। এছাড়াও ৪০ জন বিধায়ককে নিয়ে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করা বেশ ঝুঁকির ব্যাপার ছিল। তাই তারা অমিত শাহের সভার জন্য অপেক্ষা করছিল।