Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Swara Bhasker: নতুন ইনিংস শুরু করতে চলেছেন স্বরা! মা হতে চলেছেন অভিনেত্রী

Updated :  Thursday, November 25, 2021 7:57 AM

সেলিব্রেটি আর ট্রোলড এই সম্পর্ক বেশ পারিপার্শ্বিক হয়ে উঠেছে। হাতে একটা সেলফোন পেয়েই সোশ্যাল মিডিয়াতে বহু তারকাদের ট্রোল্ড করে থাকেন নেটিজেন। তবে সব সময় যে সেলিব্রেটিরা মুখ বন্ধ রাখেন তা কিন্তু নয়। মাঝে মাঝে সেলিব্রেটিরা শক্ত হাতে জবাব দিতে জানে। এরকম একজন হলেন বলিউড অভিনেত্রাই স্বরা ভাস্কর। সর্বক্ষণই বিতর্কিত মন্তব্য বা টুইটের জেরে চর্চায় থাকেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে এবার কোনো বিতর্কে নয় বরং অন্যকারণে খবরে শিরোনামে এলেন এই অভিনেত্রী।

বলিউড জুড়ে এখন বিয়ের মরশুম। অনেকে নিজের মনের মানুষের সাথে সাত পাকে বাধা পড়ছেন। এসবের মাঝে স্বরা সুখবর জানালেন। না না এই অভিনেত্রী এখনই বিয়ে করছেন না। তাহলে? দক্ষ অভিনেত্রী হিসেবে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন স্বরা৷ এবার তিনি মন দিতে চান নিজের ফ্যামিলি প্ল্যানিংয়ে। ইতিমধ্যে মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অভিনেত্রী। এবার নিজের মুখে সেকথা জানিয়েও দিয়েছেন সকলকে

অভিনেত্রী সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই দিওয়ালির সময় স্বরা সময় কাটিয়েছিলেন অ্যাডপশন সেন্টারের বাচ্চাদের সাথে। এরপরেই সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথারিটি-র কাছে অভিনেত্রী আবেদনও করে ফেলেছেন দত্তক নেওয়ার। আপাতত দত্তক সন্তানকে নিজের কাছে পাওয়ার জন্য অধীর অপেক্ষা করছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎাকরে স্বরা জানিয়েছেন,  ‘তিনি সবসময় একটা পরিবার আর বাচ্চা চেয়ে এসেছেন। এই মুহূর্তে তিনি বুঝতে পেরেছেন দত্তক নেওয়ার মাধ্যমে তাঁর এই ইচ্ছেপূরণ সম্ভব। ভাগ্য ভালো তাঁর দেশে, রাজ্যে একা মহিলাদের বাচ্চা দত্তক নেওয়ার অধিকার দেওয়া হয়। ইতিমধ্যে তিনি অনেক কাপলদের সাথে কথা বলেছি যাঁরা সন্তান দত্তক নিয়েছেন, অনেক দত্তক সন্তানদের সাথেও কথা বলেছি, যাঁরা এখন প্রাপ্তবয়স্ক।’

স্বরা আরো জানান, সমস্ত পড়াশোনা, রিসার্চের পর তিনি দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর নিজের সিদ্ধান্তের কথা জানান নিজের বাবা-মাকে। তাঁরাও স্বরার এই সিদ্ধান্ত খোলা মনে গ্রহণ করেছে তাঁর পরিবার। অভিনেত্রী আরো জানান,  ‘সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথারিটি’র অপেক্ষারত মা-বাবার তালিকায় এখন তিনিও আছেন। জানি এই প্রক্রিয়ায় অনেকটা সময় লেগে যায়। দু’-তিন বছরও লেগে যায়। তবে তিনি যেন মা হওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছেন না।’

কাজের দিক দিয়ে, কিছুদিন পর স্বরাকে দেখা যাবে লেসবিয়ান লাভ স্টোরি ‘শির কোরমা’তে। যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন দিব্যা দত্ত, শবানা আজমি। এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি পরিচালনা করেছেন ফরাজ আরিফ আনসারি। বুধবার ফারাজ টুইটারে ট্যুইট করে জানান, সোহো লন্ডন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্বরা জিতে নিয়েছেন সেরা সহ-অভিনেত্রীর সম্মান।