অরূপ মাহাত: বদল আসছে এটিএম ও ক্রেডিট কার্ড পরিষেবায়। দীর্ঘদিন ধরে চলে আসা নিয়ম এবার বদলে যাচ্ছে ভারতের রিজার্ভ ব্যাংকের দৌলতে। খুব সম্প্রতি আর্থিক লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সুবিধার জন্য নিয়মে বদল এনেছে আরবিআই। চালু করেছে ই-ম্যান্ডেট পরিষেবা। এতদিন শুধু মাত্র ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই এই পরিষেবা পাওয়া যেত। শুধুমাত্র ছোট আমানতের একাধিক লেনদেনের ক্ষেত্রে এই পরিষেবা ব্যবহার করা যাবে। এটিএম ও ক্রেডিট কার্ড থেকেও এই সুবিধা পাওয়া যাবে এবার থেকে। তবে এই পরিষেবা পেতে গেলে মানতে হবে কিছু নির্দিষ্ট নিয়মকানুন। নিজের এটিএম ও ক্রেডিট কার্ডটিকে এএফএ-এর রেজিস্ট্রেশন করাতে হবে, তবেই মিলবে পরিষেবা।
১লা সেপ্টেম্বর ২০১৯ থেকে চালু করা হয়েছে এটিএম ক্রেডিট কার্ড সংক্রান্ত নয়া এই নিয়মটি। এই পরিষেবা কেবলমাত্র নিয়মিত লেনদেনের ক্ষেত্রে লাগু হবে। এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে এএফএ-এর সঙ্গে ওয়ান টাইম রেজিষ্ট্রেশন করাতে হবে। ই-ম্যান্ডেট থেকে প্রথমবার লেনদেনের ক্ষেত্রে এএফএ-এর ভ্যালিডেশন জরুরি। এর ফলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।