Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সৌন্দর্যের নিরিখে হার মানাবে তারক মেহেতা ধারাবাহিকের এই চরিত্র, রইল ছবি

Updated :  Saturday, March 12, 2022 10:13 AM

হিন্দি বিনোদন জগতের জনপ্রিয় টেলিভিশন শো ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ব্যাপক জনপ্রিয় দেশজুড়ে। এই কমেডি ধারাবাহিকটি দেখেননি এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা হবে। গোকুলধাম সোসাইটির প্রত্যেকটি পরিবারের সাথে নিজেদের জীবন অনেকেই মিলিয়ে চলার চেষ্টা করেন। অনেক বছর ধরে এই ধারাবাহিকটি দর্শকদের মনোরঞ্জন করে আসছে। জানিয়ে রাখা ভাল, এই কমেডি শো এর যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালে। আজ ২০২২ সালে দাঁড়িয়েও এই ধারাবাহিকের জনপ্রিয়তা একফোঁটাও ক্ষুন্ন হয়নি।

সৌন্দর্যের নিরিখে হার মানাবে তারক মেহেতা ধারাবাহিকের এই চরিত্র, রইল ছবি

এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র দর্শকদের কাছে যেন খুবই কাছের। জেঠালাল, ববিতা জি, কোমল আন্টি, বাবুজি, তারক মেহেতা প্রত্যেকেই এই ধারাবাহিকের জান। তাঁদের অসাধারণ সুন্দর অভিনয় এবং নিজেদের চরিত্রের প্রতি ভালোবাসা আজকে এই সিরিয়ালটিকে এত সাফল্যমন্ডিত করে তুলেছে। জেঠালালের এক্সপ্রেশনের ফ্যান যেমন সকলেই, ঠিক তেমনই অনেক দর্শকই ববিতা জি ওরফে মুনমুন দত্তের সৌন্দর্যে ক্লিন বোল্ড হয়ে যান। তবে আপনি কি জানেন এই ধারাবাহিকের আরেক চরিত্র সৌন্দর্যের দিকে টেক্কা দিতে পারেন ববিতাজিকেও।

সৌন্দর্যের নিরিখে হার মানাবে তারক মেহেতা ধারাবাহিকের এই চরিত্র, রইল ছবি

‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকে জেঠালালের দোকানের কর্মচারী বাঘার বান্ধবী বাউড়ি চরিত্রটিকে মাঝেমাঝেই দেখা যায়। তাঁর সাধারণের থেকে একটু হটকে চরিত্র প্রমাণ করে দেয় তার অভিনয় দক্ষতা। এই বাউরি চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী মনিকা সুষমা ভাদোরিয়া। তিনি বাউরি চরিত্রে একদম সরল সাধারণ এক নারীবেশে থাকলেও রিয়েল লাইফে তাঁকে দেখে রাতের ঘুম উড়ে যেতে পারে পুরুষ নেটিজেনদের। তাঁর সৌন্দর্য বিট করতে পারে ববিতাজিকেও।

সৌন্দর্যের নিরিখে হার মানাবে তারক মেহেতা ধারাবাহিকের এই চরিত্র, রইল ছবি

ধারাবাহিকের সুবাদে বাউরি চরিত্রে অভিনয় করা মনিকা সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়। মাঝেমাঝেই তিনি বিভিন্ন ধরনের ফটোশুট এর ছবি এবং ভিডিও পোস্ট করে থাকেন। তাঁর সুন্দর অভিনয় ও হটকে চরিত্রের জন্য ইনস্টাগ্রামে ফ্যান ফলোইং অনেক। অনেকেই সেই সমস্ত ছবিতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দেন। তবে প্রতিটি পর্বে তিনি স্ক্রিনের না এলেও, ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় তারকাদের তালিকাতে রয়েছেন তিনি।