Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মনে আছে ‘তারে জামিন পার‘ সিনেমার ছোট্ট ঈশানকে? এখন পুরো চেহারা পাল্টে গেছে, দেখুন তাঁর ছবি

Updated :  Friday, January 19, 2024 10:26 AM

বলিউড এমন একটি দুনিয়া যেখানে প্রতিদিন বহু অভিনেতা অভিনেত্রী আসেন এবং নিজের গ্ল্যামারের মাধ্যমে সকলের মন জয় করে ফেলেন। অভিনয়ের জগতে এরকম বহু অভিনেতা রয়েছেন যারা এভাবেই জনপ্রিয়তা পেয়েছেন। তবে কিছু শিশু অভিনেতা এবং অভিনেত্রীয় রয়েছেন যারা নিজেদের অভিনয় দক্ষতার মাধ্যমে খুব সহজেই বলিউডে নিজের একটা জায়গা তৈরি করতে পেরেছিলেন। আজ সেরকমই এক শিশু শিল্পীকে নিয়ে আজকের এই প্রতিবেদন।

মনে আছে ‘তারে জামিন পার‘ সিনেমার ছোট্ট ঈশানকে? এখন পুরো চেহারা পাল্টে গেছে, দেখুন তাঁর ছবি

১৫ বছর আগে বলিউডের আমির খানের একটি সিনেমা রীতিমত সাড়া ফেলে দিয়েছিল। এমনকি আজও এই সিনেমা দেখতে পছন্দ করেন মানুষ। আপনি ঠিকই ধরেছেন! আমির খানের ‘তারে জামিন পার‘ সিনেমার কথা বলা হচ্ছে। এতে প্রত্যেকটি চরিত্র যেন মানুষের মনে গেঁথে আছে। এই সিনেমা যারা দেখেছেন সকলেই ছোট্ট ঈশানের অভিনয়ের প্রশংসা করেছেন। ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত ঈশান আওয়াস্তির চরিত্রে অভিনয় করেছিলেন দরশিল সাফারি। আর তার শিক্ষকের ভূমিকায় ছিলেন আমির খান। কিন্তু এখন কোথায় এই শিশুশিল্পী দরশিল?

মনে আছে ‘তারে জামিন পার‘ সিনেমার ছোট্ট ঈশানকে? এখন পুরো চেহারা পাল্টে গেছে, দেখুন তাঁর ছবি

‘তারে জামিন পার‘ সিনেমার পর একাধিক সিনেমায় ছোট্ট রোলে কাজ পেয়েছিলেন এই অভিনেতা। কিন্তু প্রথম ছবির মত বক্স অফিসে সাফল‍্য পায়নি বাকি ছবিগুলি। তারপর দীর্ঘদিন ছবির দুনিয়াতে দেখা নেই দরশিলের। তবে সম্প্রতি আমির খান কন্যা ইরার বিয়েতে আমন্ত্রিত ছিলেন দরশিল। ইরার রিসেপশনে স্যুট-বুট পরে ভেন্যুতে হাজির হন তিনি। তাঁর বিভিন্ন ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে।