বিমানের জ্বালানি খরচ বৃদ্ধি, ফলস্বরূপ ঘরোয়া উড়ানে বাড়ল ভাড়া
নয়াদিল্লি: দেশের মধ্যে সামান্য ঘরোয়া উড়ানেরও (Domestic Flight) ভাড়া বাড়ল ৩০ শতাংশ পর্যন্ত। বিমানের জ্বালানি খরচ বৃদ্ধির জন্যই বৃদ্ধি পেয়েছে উড়ানের ভাড়াও। কেন্দ্রীয় সরকার (Central Govt) জানিয়েছে ন্যূনতম ১০ শতাংশ এবং সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে বিমান ভাড়া বাড়বে বিভিন্ন রুটের। যদি, কোনও রুটের ন্যূনতম বিমান ভাড়া হয় সাড়ে তিন হাজার টাকা এবং সর্বোচ্চ ভাড়া … Read more