বিজেপিকে পরাস্ত করতে আরজেডির সঙ্গে জোট বাধতে চলেছেন বামেরা
বিহার : লালুপ্রসাদ যাদবের আরজেডির সঙ্গে এবার জোট বাধতে চলেছে বামেরা।বিজেপিকে হারাতে ইতিমধ্যেই আরজেডির রাজ্য সভাপতির কথাবার্তাও সেরে ফেলেছেন বাম নেতারা। এর আগে বামফ্রন্টকে নিয়ে নির্বাচনের ময়দানে নামতে রাজি হয়নি লালুপ্রসাদ যাদবের আরজেডি দল। এছাড়াও বেগুসরাই কেন্দ্রে কানহাইয়ের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছিল আরজেডি। কিন্তু এসব ভুলে এবার নতুন প্ল্যান বানাতে চলেছে খোদ লালুবাবু। এর আগে … Read more