করোনায় আক্রান্ত রণধীর কাপুর, ভর্তি করা হল হাসপাতালে

বেলাগাম হয়ে গিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ কাউকেই রেয়াত করছে না করোনা। ইতিমধ্যেই করোনায় প্রাণ হারিয়েছেন কবি শঙ্খ ঘোষ (shankha ghosh), সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর (shravan Rathod)-এর মতো অনেক সেলিব্রিটি। দেশজুড়ে শুরু হয়েছে হাহাকার। নেই অক্সিজেন, প্লাজমা, বেড। বাড়িতেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন করোনা রোগীরা। ভোপাল ও কলকাতায় জ্বলছে গণচিতা। ইতিমধ্যেই সাধারণ … Read more

ভাইপো রণবীর কাপুর কাঁধে শেষ যাত্রা কাকা রাজীব কাপুরের, ভাইরাল ছবি

জনপ্রিয় অভিনেতা রাজীব কাপুর এর মৃত্যু শুনলেই কষ্ট পাবে, সিনেমাপ্রেমীরা। চিম্পু নামে পরিচিত ছিল রাজীব কাপুর। তার ভাইরা ছোট ভাই রাজীবকে চিম্পূ বলে আদর করে ডাকতো। তার ভাই রণধীর কাপুরের বড় আদরের ছোট ভাই ছিল সে। তাই ভাইয়ের চিতার সামনে এসে রণধীর কাপুর আর নিজেকে ঠিক রাখতে পারিনি কান্নায় ভেঙে পড়েছে। কাকার দেহ শ্মশানে নিয়ে … Read more