কৃষি আইনের বিরোধিতায় এবার সরব হলেন সিদ্দিকুল্লা
পূর্ব বর্ধমান: সময় যত এগোচ্ছে, তিনটি কৃষি আইন (Fram Law) ক্রমশ মাথাব্যথার বড় কারণ হয়ে উঠছে কেন্দ্রীয় সরকারের জন্য। কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে এবার জাতীয় সড়ক অবরুদ্ধ করে অবস্থান বিক্ষোভের ডাক দিল জমিয়াত উলেমা-ই-হিন্দ। শনিবার বর্ধমানের টাউনহলে জমিয়াত উলেমা-ই-হিন্দ কৃষি আইনের বিরুদ্ধে সভা করে। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury)। তিনি কেন্দ্রের … Read more