Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হাতে ভর্তি মাটি, মাকে সঙ্গে নিয়ে তৈমুর বানালো মাটির পাত্র, ভাইরাল ভিডিও

Updated :  Wednesday, November 25, 2020 10:21 AM

সম্প্রতি অভিনেত্রী করিনা কপূর খান -এর ফ্যান ক্লাব থেকে তৈমুরের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলিতে দেখা যাচ্ছে করিনা তৈমুরকে মাটির পাত্র বানানো শেখাচ্ছেন। দিওয়ালির আগে করিনা ও তৈমুর হিমাচল প্রদেশের ধরমশালায় পৌঁছেছেন সইফ আলি খান-এর কাছে। ধরমশালায় চলছে সইফ অভিনীত ‘ভুত পুলিশ ‘ ফিল্মের শুটিং। সইফ যখন শুটিং করতে ব্যস্ত থাকেন তখন করিনা তৈমুরকে নিয়ে বেরিয়ে পড়েন হিমাচল প্রদেশের নৈসর্গিক সৌন্দর্যের মাঝে কিছু সময় কাটাতে। সম্প্রতি করিনা তৈমুরকে নিয়ে গিয়েছিলেন ধরমশালার ধর্মাকোটে মৃৎশিল্পীদের ডেরায়। মৃৎশিল্পীদের ডেরায় গিয়ে কিভাবে মৃৎপাত্র তৈরী হয়, তা পুত্র তৈমুরকে শেখালেন মা করিনা। তৈমুরও মাটির পাত্র বানাতে খুব আনন্দ পেয়েছে। অন্তঃসত্ত্বা করিনা কপূর আপাতত কোনো অভিনয় বা মডেলিং-এর কাজ করছেন না।

কিছু দিন আগে তৈমুরকে নিয়ে গোয়ালিয়রের পতৌদি প‍্যালেসের অর্গ‍্যানিক ফার্ম-এ গিয়ে সইফ চাষ-আবাদের জন্য কিছু গাছের চারা ও বীজ পুঁতেছেন। তৈমুরও যথেষ্ট মজা পেয়েছিল কাদা-মাটি মেখে। ইন্সটাগ্রামে সেই ছবিগুলি ভাইরালও হয়েছিল।

তৈমুর জন্মগত ভাবে স্টারকিড হলেও তার পরিবার পছন্দ করেন না, তৈমুরের উপর পাপারাৎজির নজর থাকুক। কিছুদিন আগেই করিনা কপূর খানের টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ এসে তৈমুরের ঠাকুমা অভিনেত্রী শর্মিলা ঠাকুর বলেছিলেন, তিনি চান বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সন্তান তাড়াতাড়ি পৃথিবীতে আসুক। তাহলে অন্ততঃ তৈমুরের উপর পাপারাৎজির নজর কিছুটা কমবে। শর্মিলার কথায় সম্মতি জানিয়েছেন করিনাও। পতৌদি পরিবার চান, তৈমুর একটি সাধারণ শিশুর মতোই বেড়ে উঠুক। পাপারাৎজির ক্যামেরা তার শৈশবকে বিঘ্নিত করছে বলে মনে করেন তাঁরা।