Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পঞ্চম দফার লকডাউনে রাজ্য সরকারের ঘোষণা করা গাইডলাইন দেখে নিন

Updated :  Saturday, May 30, 2020 9:50 PM

রাজ্যে আরও দুই সপ্তাহ বাড়লো লকডাউন। আজ সন্ধ্যাতেই দেশ জুড়ে ৩০শে জুন পর্যন্ত পঞ্চম দফার লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রের নির্দেশ সামনে আসার পরই রাজ্যের তরফে জানানো হলো , রাজ্যে দুই সপ্তাহের লকডাউন বাড়ছে। পঞ্চম দফার এই লকডাউনে একাধিক ক্ষেত্রে ছাড় দেবে রাজ্য সরকার। কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে সে বিষয়ে গাইডলাইন প্রকাশ করা হয়েছে রাজ্যের তরফে। রাজ্যের প্রকাশ করা গাইডলাইনে কি কি আছে দেখে নিন-

১. ১লা জুন থেকেই সমস্ত চটকলগুলি খুলে দেওয়া হবে। একইসাথে সমস্ত চা বাগান গুলিও খুলে দেওয়া হবে ১লা জুন থেকেই।

২. ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গুলিতে কাজ করা শুরু করা যাবে ১লা জুন থেকেই। খনি গুলিতেও কাজ শুরু করা যাবে। নির্মাণশিল্প শুরু করা যাবে, নির্মাণ শ্রমিকরা কাজে যোগ দিতে পারবেন।

৩. সরকারি ও বেসরকারি বাসে যতগুলি আসন ততজন যাত্রী নিয়ে চালানো যাবে। তবে কঠোর ভাবে মানতে হবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ।

৪. খোলা যাবে মন্দির, মসজিদ, গীর্জা ইত্যাদি ধর্মীয় স্থান।

৫. ৮ই জুন থেকে রেস্তোরাঁ এবং শপিংমল গুলি খোলা যাবে।

৬. সরকারি এবং বেসরকারি অফিস গুলি খোলা যাবে ৮ই জুন থেকে। ৭০ শতাংশ পর্যন্ত উপস্থিটি নিয়ে খোলা যাবে অফিস গুলি। বেসরকারি সংস্থা গুলির ক্ষেত্রে কর্মীরা করোনা সুরক্ষা বিধি না মানলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

৭. চলচিত্র শুটিংয়ে ছাড় দেওয়া হবে ১লা জুন থেকে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী একটি শুটিং ইউনিটে ৩৫ জনের বেশি নিয়ে কাজ করা যাবে না।