কোভিড এখনো আমাদের জীবন থেকে বিদায় নেয়নি।বরং করোনার তৃতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে। এর মাঝেই নতুন বছরে পা রেখেছে বিশ্ববাসী। একদিকে ওমিক্রনের চিন্তা তো অন্যদিকে করোনায় আক্রান্তদের নিয়ে চিন্তার ভাঁজ ফেলছে চিকিৎসকদের কপালে। ক্রমবর্ধমান কোভিড আক্রান্তের সংখ্যা দেখে ইতিমধ্যেই স্কুল, কলেজ, প্রেক্ষাগৃহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি প্রশাসন। মহারাষ্ট্রেও বহু ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এমনকি বলিউডের অন্দরে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। একের পর এক বলিউড তারকার সংক্রমণের খবর সামনে আসছে।
২০২২ সালের শুরুতেই তৃতীয় লকডাউনের ভয়ে সন্ত্রস্ত বিটাউ। তবে এর মাঝে কোভিড নিয়ে সাবধানতা অবলম্বন করতে গিয়েই ফের ট্রোলের মুখোমুখি হলেন কাজল। সম্প্রতি নেটদুনিয়াতে একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মাস্ক পরে হলুদ স্টোল গায়ে জড়িয়ে দেখা মিলল বঙ্গ তনয়ার । হঠাৎ তাঁর চারিদিকে ঘিরে ধরা পাপারাৎজিদের দেখেই কাজল বলতে থাকেন ‘দূরে যান আরও দূরে’! এমনকী, আজয় দেবগন-পত্নীকে বলতে শোনা যায় ‘আরও জলদি ছবি তুলুন’ একথাও বলতে শোনা যায়। এরপরেই
সামনে দাঁড় করানো গাড়ির দিকে যেন একছুটে চলে যান অভিনেত্রী।
আর এই ভিডিও শেয়ার হতেই বিপরীত চিন্তাভাবনা লক্ষ্য করা গেল সোশ্যাল মিডিয়ার নীতি পুলিশদের। অনেকেই বলি অভিনেত্রীকে ‘নাক উঁচু’, ‘নাটুকে’, ‘অহংকারী’ বলে কটাক্ষ করবছেন। নেটিজেনদের মতে, এত ভয় থাকলে কেন তাহলে বাড়ির বাইরে পা রেখেছেন কাজল। আর পাপারাৎজিদের যদি এতই অপছন্দ তাহলে কেন অন্য সময়ে একগাল হেসে তাঁদের ছবির জন্য পোজ দেন।
ঢ়
তবে, কাজলের পক্ষেও রয়েছেন একদল নেটনাগরিক। তাঁদের মতে, বর্তমানে যেভাবে কোভিড পরিস্থিতি সেখানে অভিনেত্রীর চারিদিকে হওয়া এই ভিড় শুধু যে অভিনেত্রীর জন্য ক্ষতিকর তা নয়, বরং ওখানে উপস্থিত যে কোনো সাংবাদিকের ও একইভাবে সংক্রমণ হতে পারে। এটাকে নিয়ে কোনও বড় ইস্যুই নয়। শুধু এইবার নয়
এর আগে কাজলের জন্মদিনেও একটা ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়ে একপ্রকার মুখ ভার করে কোনও রকমে অনুগামীদের আনা কেক কেটে নিজের বাড়ির ভিতর ঢুকে যান কাজল। সেই সময়তেও কাজলের শরীরীভাষা দেখে নেটদুনিয়াতে ট্রোল হয়েছিল। ফের নেটপাড়ার ট্রোলের মুখে নজরে পড়লেন তিনি।