টালা ব্রিজ বন্ধ, যাত্রী পরিষেবায় চালু হল অ্যাপ বাস, নতুন ৩০টি বাস চালু

কলকাতা : সম্প্রতি টালা ব্রিজে যান চলাচল নিষিদ্ধ করা হলে বহু সমস্যার মুখে পড়েছেন নিত্য যাত্রীরা। এছাড়া ঘুরপথে যাচ্ছে বিভিন্ন রুটের বাস। দীর্ঘ রুট এবং আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে বৃহস্পতিবার…

Avatar

কলকাতা : সম্প্রতি টালা ব্রিজে যান চলাচল নিষিদ্ধ করা হলে বহু সমস্যার মুখে পড়েছেন নিত্য যাত্রীরা। এছাড়া ঘুরপথে যাচ্ছে বিভিন্ন রুটের বাস। দীর্ঘ রুট এবং আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে বৃহস্পতিবার উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ রুটে বাস চালানো বন্ধ করে দিলেন বাস মালিকেরা। যাত্রীদের যান যন্ত্রনা থেকে মুক্তি দিতে এবারে অ্যাপ বাস চালানোর পথে হাঁটছে প্রশাসন।

যান চলাচলের অচলাবস্থা কাটাতে এবং যাত্রীদের সহায়ক পরিষেবা দিতে ডানলপ থেকে কলকাতা এবং শহরতলির বিভিন্ন প্রান্তে বাতানুকূল অ্যাপ বাস চালু করলো রাজ্য সরকার। বেসরকারি কোম্পানির সহযোগিতায় পরিবহন দফতরের তরফ থেকে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। আজ, শুক্রবার ডানলপ মোড়ে এক অস্থায়ী মঞ্চ থেকে ৩০ টি বাস চালু করেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও আজ মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, তাপস রায় এবং নির্মল ঘোষ। আজ মোট ১০০ টি বাস চলাচলের পরিকল্পনা নেয় পরিবহণ দফতর।

About Author