নয়াদিল্লি: ফের বন্ধ করে দেওয়া হল তানিস্কের আরও একটি বিজ্ঞাপন। কিছুদিন আগেই ভিন ধর্মের বিবাহিত দম্পতিকে দেখা গিয়েছিল তানিস্কের বিজ্ঞাপনে। যেখানে দেখানো হয়েছিল, মুসলিম পরিবারকে হিন্দু পুত্রবধূর সাধ দিতে। সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাদের। এই বিজ্ঞাপনটি বাধ্য হয়ে বাজার থেকে তুলে নেয় তানিস্ক কর্তৃপক্ষ। আর এবার দীপাবলি স্পেশালে যে বিজ্ঞাপনের আয়োজন করেছিল তানিস্ক, সেই বিজ্ঞাপনও উঠিয়ে নিতে বাধ্য হলেন তাঁরা।
করোনা পরিস্থিতির কারণে দেশ জুড়ে বাজি ফাটানো নিষিদ্ধ করা হয়েছে। আর এবার সেই বার্তা নিয়ে নিজেদের বিজ্ঞাপন তুলে ধরল এই গয়না প্রস্তুতকারী সংস্থা। যেখানে দেখা গিয়েছে সায়ানি গুপ্তা, আলায়া এফ, নীনা গুপ্তা ও নিমরত কউরকে। সেখানে অভিনেতা-অভিনেত্রীদের বলতে দেখা যায় দীপাবলি তারা তাদের পরিবারের লোকজনের সঙ্গে কাটাবেন। আতসবাজি জ্বালাবেন না। অসংখ্য প্রদীপ এবং হাসিমুখে আলোর উৎসব পালন করবেন।
ঠিক তারপরই সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপনকে বয়কট করার জন্য ফের একবার ‘হ্যাশট্যাগ বয়কট তানিস্ক’ ট্রেন্ড দেখা যায়। এমনকি বিজেপির তরফ থেকেও সমালোচনা করে বলা হয়, বাজি ফাটানো উচিত কি উচিত নয় সে বিষয়ে দেশের আইন বুঝবে। নিজের প্রোডাক্ট বিক্রির প্রতি মনোনিবেশ করা উচিত। তানিস্কের জ্ঞান দেওয়া বন্ধ করাই শ্রেয় হবে। তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে তানিস্ক বিজ্ঞাপন সরিয়ে নিতে বাধ্য হয়েছে। যদিও সংস্থার তরফ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা হয়নি।