Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এখন কেমন দেখতে ‘আশিক বানায়া আপনে’ সিনেমার ‘স্লিম অ্যান্ড হট’ অভিনেত্রীকে, রইল ছবি

Updated :  Sunday, March 27, 2022 8:28 AM

বলিউড দুনিয়ার পুরনো সিনেমা থেকে শুরু করে নতুন সিনেমা সবকিছুই নেটিজেনদের নখদর্পণে থাকে। বিভিন্ন সিনেমাতে বিভিন্ন ধরনের তারকা কাজ করে লাইমলাইটে আসেন। কেউ কেউ অনেক সিনেমা করেও দর্শকদের প্রিয় হতে পারেন না, তো আবার কেউ কেউ হাতেগোনা কয়েকটি সিনেমাতে অভিনয় করে দর্শকদের মনের মনিকোঠায় সর্বদা রয়ে যায়। আসলে কথায় আছে, “কোয়ালিটি ম্যাটারস”। তাইতো মাত্র কয়েকটা সিনেমাতে অভিনয় করেও কিছু কিছু অভিনেত্রী আজও প্রত্যেকের মনে গভীর দাগ টেনে রেখেছে। আজকের এই প্রতিবেদনে এমনই এক জনপ্রিয় হারিয়ে যাওয়া অভিনেত্রীর কথা আপনাদের জানাবো।

এখন কেমন দেখতে 'আশিক বানায়া আপনে' সিনেমার 'স্লিম অ্যান্ড হট' অভিনেত্রীকে, রইল ছবি

খুব পুরনো না হলেও, হিন্দি রোমান্টিক মুভি আশিক বানায়া আপনে’ একটা সময় ব্যাপক জনপ্রিয় ছিল দর্শকদের মধ্যে। আর হবে নাই বা কেন। সেই সিনেমার তারকা ছিলেন কিস স্পেশালিস্ট ইমরান হাশমি। সেইসঙ্গে ছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। সিনেমাটির বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ক্লিপ আজও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়। আজকের এই প্রতিবেদন অভিনেত্রী তনুশ্রী দত্তকে নিয়ে। অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে লাখ লাখ ভারতবাসীর মন জয় করে নিলেও, বলিউড ক্যারিয়ার হিসেবে অভিনেত্রীর ঝুলিতে রয়েছে মাত্র কয়েকটি সিনেমা। এখন কেমন আছেন তিনি? জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

এখন কেমন দেখতে 'আশিক বানায়া আপনে' সিনেমার 'স্লিম অ্যান্ড হট' অভিনেত্রীকে, রইল ছবি
২০০৫ সালে ইমরান হাশমির সাথে রোমান্টিক মুভি ‘আশিক বানায়া আপনে’ সিনেমায় কাজ করে অভিনেত্রী তনুশ্রী দত্ত ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। তারপর বেশ কিছু বছর আগে হঠাৎ করেই বলিউড থেকে হারিয়ে যান তিনি। তিনি এখন কেমন দেখতে বা কেমন আছেন, তা নিয়ে কোনোরকম ধারণা ছিল না। কিন্তু অতিসম্প্রতি তনুশ্রী দত্তের বোন ঈশিতা দত্ত নিজের সোশ্যাল মিডিয়াতে গোটা পরিবারের একটি ছবি পোস্ট করেন যাতেই দেখা যায় অভিনেত্রীকে।

এখন কেমন দেখতে 'আশিক বানায়া আপনে' সিনেমার 'স্লিম অ্যান্ড হট' অভিনেত্রীকে, রইল ছবি

ওই ইনস্টাগ্রামের ছবিতে দেখা গিয়েছে বেশ বদলে গিয়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। আগে যেখানে তাঁকে স্লিম এবং হট দেখাত, এখন সে মোটা হয়ে গেছে এবং তাঁর চোখে চশমা রয়েছে, কারণ বেশিরভাগ ছবিতেই তাঁকে চশমায় দেখা গেছে। তবে বলা যায় আজও একই রয়েছে তাঁর মিষ্টি কিলার হাসি। আর সেই দেখেই আবারও অনেক নেটিজেন অভিনেত্রীর প্রেমে পড়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেত্রী তনুশ্রী দত্ত ‘রামা: দ্য সেভিয়র’, ‘চকলেট: ডিপ ডার্ক সিক্রেটস’, ‘ঢোল’ এবং ‘গুড বয় ব্যাড বয়’-এর মতো ছবিতেও অভিনয় করেছিলেন।