VIRAL: ‘টাপা টিনি’, প্রকৃতির মাঝে দুর্দান্ত নাচ দুই যুবতীর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি দুই যুবতী নিজেদের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তাদের নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশুরু’ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। প্রথমদিন থেকেই প্রতিক্রিয়া আসা শুরু হয়ে গিয়েছে। এই ছবি যে মানুষের মন ছুঁয়ে গিয়েছে, তা তাদের প্রতিক্রিয়া দেখে ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে। এই ছবির প্রতিটি গান অনেক আগে থেকেই মানুষের মনে জায়গা করে নিয়েছিল। তাদের মধ্যে অন্যতম ছিল ‘টাপা টিনি’। এই গান মুক্তি পাওয়ার পর থেকেই ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে সাধারণের মাঝে। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার পাতায় এই গান এখন ট্রেন্ডিং। এই গানের সাথে নাচের ভিডিও বানাচ্ছেন অনেক নেটনাগরিকই। সম্প্রতি তেমনি দুই যুবতীকে এই গানের সাথে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। রইল সেই ভিডিও।
নয়দিন আগে ‘ফোক ক্রিয়েশন’ নামক ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছে এই ভিডিওটি। ভিডিওতে দুই যুবতীকে ‘বেলাশুরু’র জনপ্রিয় গান ‘টাপা টিনি’র তালে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। প্রকৃতির মাঝে এই নাচের ভিডিওটি বানিয়েছেন তারা। এই গানের সাথে নৃত্য পরিবেশনের সময় বর্ণালী ও সঞ্চয়িতাকে একেবারে গ্রামবাংলার সাজে সেজে উঠতে দেখা গিয়েছে। এই গানের সাথে তাদের পোশাক যে বেশ মানানসই ছিল, তা তাদের দেখলেই বোঝা যাবে। ইতিমধ্যেই এই দুই যুবতীর নাচের ভিডিওটি দেখে ফেলেছেন ১ লাখের বেশি মানুষ। পছন্দও করেছেন বহু নেটনাগরিক। তারা যে নৃত্য পরিবেশনে বেশ দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত, তা তাদের নাচ দেখেই স্পষ্ট হয়েছে। তাদের প্রশংসায় ভরিয়েছেন বহু নেটজনতা। ভিডিওর কমেন্টবক্সে নজর দিলেই দেখা মিলবে সেইসমস্ত মন্তব্যের।