নিউজরাজ্য

১ লা জুন থেকে খুলছে না তারাপীঠ মন্দির, সংক্রমণের আশঙ্কায় বন্ধ রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের

Advertisement

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঘোষণা করেছিলেন, ১ লা জুন থেকে সব ধর্মীয় স্থান খুলে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেও ১ লা জুন থেকে খুলছে না তারাপীঠ মন্দিরের দরজা। তারাপীঠ মন্দিরের দরজা না খুললেও খুলে দেওয়া হবে বীরভূমের বাকি ৩ সতীপীঠ। আপাতত ১৫ জুন বন্ধ রাখা হবে তারাপীঠ মন্দিরের দরজা।

মুখ্যমন্ত্রীর প্রস্তাবে রাজি নন তারাপীঠ মন্দিরের কর্তৃপক্ষ। ১৫ জুন পর্যন্ত মন্দির বন্ধ রাখলেও বীরভূমের বাকি ৩ সতীপীঠ খুলে রাখা হয়েছে। তারাপীঠ কর্তৃপক্ষ জানিয়েছে, যেভাবে দেশে করোনা সংক্রমণ হচ্ছে, সেখানে মন্দির খুলে দিলে বেশি মাত্রায় সংক্রমণের আশঙ্কা থাকবে। তাই আপাতত মন্দির বন্ধ রাখা হবে। তবে এর পরে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

বীরভূমের বাকি ৩ সতীপীঠ অর্থাৎ কঙ্কালিতলা, নলাটেশ্বরী ও নন্দিকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, এই তিন সতীপীঠে বেশিরভাগ সময় লোকজনের সমাগম কম থাকে। ফাঁকা থাকে। কিন্তু তারাপীঠে ভক্তের সমাগম সবসময় বেশি থাকে। তাই তারাপীঠ না খুলে এই তিন সতীপীঠ খোলা রাখা হবে। তবে এক্ষেত্রেও বিশেষ স্বাস্থ্যবিধি মানতে হবে। ১০ জনের বেশি প্রবেশ করা যাবে না। সামাজিক দূরত্বতা বজায় রাখা হবে। প্রত্যেককেই নিয়ম মেনে চলতে হবে।

Related Articles

Back to top button