এই বৈদ্যুতিক স্কুটারের সামনে ফেল হবে টাটার NEXON EV, এক লাখ টাকার মধ্যেই পেয়ে যান ৩০০ কিলোমিটারের রেঞ্জ
ভারতের বাজারে এই নতুন বৈদ্যুতিক স্কুটার বেশ জনপ্রিয়তা পেয়েছে
বাজারে আজকালকার দিনে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাওয়ার কারণে মানুষ ইলেকট্রিক গাড়ি কেনার দিকে অগ্রসর হচ্ছেন। এটা দেখে এখন বৈদ্যুতিক যানবাহন উৎপাদনকারী সংস্থাগুলি ক্রমাগত তাদের নতুন বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে শুরু করেছে। আপনি যদি বৈদ্যুতিক স্কুটার কেনার কোন কথা ভেবে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমন একটা নতুন ইলেকট্রিক স্কুটারের ব্যাপারে আপনাদের জানাতে চলেছি, যেখানে খুব সস্তায় আপনি দারুণ ফিচার পেয়ে যেতে পারেন। এই ইলেকট্রিক স্কুটারের নাম দেওয়া হয়েছে IME RAPID। বাজেট সেগমেন্টের এই ইলেকট্রিক স্কুটারে আপনি দুর্দান্ত ডিজাইন এবং অত্যাধুনিক কিছু ফিচার পেয়ে যাবেন। এই কোম্পানিটি একটি শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করেছে এই স্কুটারে। তার সাথেই এই স্কুটারে রয়েছে লং রেঞ্জ। সবার প্রয়োজনের কথা মাথায় রেখেই এই ইলেকট্রিক স্কুটার ডিজাইন করা হয়েছে। আপনিও চাইলে এক্ষুনি এই ইলেকট্রিক স্কুটার কিনতে পারেন। চলুন তাহলে এই ইলেকট্রিক স্কুটার এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কোম্পানির এই নতুন ইলেকট্রিক স্কুটারে আপনি ২০০০ ওয়াটের মোটর পেয়ে যাবেন যা আপনার শখের ইলেকট্রিক স্কুটার কে আরো ভালো রেঞ্জ দিতে চলেছে। এই স্কুটারে আপনি তিনটি রেঞ্জের বিকল্প পেয়ে যাবেন। প্রথম ভেরিয়ান্ট ১০০ কিলোমিটার, দ্বিতীয় ভেরিয়েন্ট ২০০ কিলোমিটার এবং তৃতীয় ভেরিয়েন্ট ৩০০ কিলোমিটারের ড্রাইভিং রেঞ্জ অফার করে থাকে। এই বৈদ্যুতিক স্কুটারটি খুব সহজেই দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য আপনি ব্যবহার করতে পারবেন।
ইতিমধ্যেই বেঙ্গালুরুর নতুন স্টার্টআপ কোম্পানির এই নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে লঞ্চ করে গিয়েছে। আগামী সময়ে কোম্পানি কর্ণাটক এবং আশেপাশের রাজ্যগুলির ২০ থেকে ২৫ টি শহরে এই বৈদ্যুতিক স্কুটার উপলব্ধ করার পরিকল্পনা চালাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি এই ইলেকট্রিক স্কুটারের দাম মাত্র ৯৯ হাজার টাকা থেকে শুরু হয়। ৩০০ কিলোমিটারের রেঞ্জ বিশিষ্ট অর্থাৎ টপ ভেরিয়েন্টের ইলেকট্রিক স্কুটারের দাম ১.৪৮ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।