ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

২০২৪ সালে গ্রাহকদের হৃদয়ে রাজত্ব করতে আসছে TATA SUMO GOLD EX, জেনে নিন বৈশিষ্ট্য এবং দাম

একসময় ভারতের বাজারে সবথেকে জনপ্রিয় গাড়ি ছিল টাটা সুমো

Advertisement

একসময় অটোমোবাইল বাজারে টাটার জনপ্রিয়তা ছিল সবথেকে বেশি। টাটা কোম্পানির সুমো গাড়িটি ছিল সবথেকে জনপ্রিয় এসইউভি গাড়ি। তারপর বিলাসবহুল গাড়ি চলে আসার কারণে কিছুটা পিছিয়ে যায় টাটা সুমো। তবে এবারে টাটা কোম্পানিটি খুব শীঘ্রই এই নতুন গাড়ি আবারও লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে। খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন এবং নতুন ডিজাইন বিশিষ্ট টাটা সুমো গোল্ড এক্স। এই গাড়িতে আগের থেকে অনেক বেশি শক্তিশালী এবং স্মার্ট ফিচার দেওয়া হয়েছে যা গ্রাহকদের সুবিধা দেবে। এই কারণে, গাড়িটি গ্রাহকদের দ্বারা বেশ পছন্দ করা হচ্ছে এবং ভারতের বাজারে এই গাড়িটি বেশ জনপ্রিয়তা পেতে চলেছে বলে মনে করছেন কোম্পানির বিশেষজ্ঞরা। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই টাটা সুমো গোল্ড এক্স গাড়িটিতে কি কি ফিচার থাকছে এবং এর দাম কত হবে।

টাটা সুমো গোল্ড এক্স গাড়িটির বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে এই গাড়ীটি বেশ শক্তিশালী এবং আধুনিক বৈশিষ্ট্যের সাথে সজ্জিত। এই গাড়িতে আপনি পাচ্ছেন ডিজিটাল স্পিডোমিটার, পুশ বাটন স্টার্ট, স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রণ সিস্টেম, অটোমেটিক এসি সিস্টেম, লেদার স্টিয়ারিং হুইল, গিয়ার নব, ড্রাইভার সিট বেল্ট অ্যালর্ট, রিয়ার সিট আর্ম রেস্ট, সাত ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং চাইল্ড লকের মতো বেশ কিছু বৈশিষ্ট্য।

এই গাড়িতে আপনারা পাচ্ছেন ২ লিটারের রেভোট্রন পেট্রোল ইঞ্জিন, যা আপনাকে ৮৪BHP শক্তি দেবে এবং ২৫০ নিউটন মিটার টর্ক দেবে। এছাড়াও এই গাড়িতে ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স থাকতে চলেছে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন শক্তিশালী ২৯৫৬ সিসি ইঞ্জিন। এই গাড়িটি প্রতি লিটারে ১৮ কিলোমিটার মাইলেজ দিতে পারে। টাটা সুমো গোল্ড এক্স গাড়িটির ভারতের বাজারে দাম হতে চলেছে ৫.৮১ লক্ষ টাকা। এটি হতে চলেছে এই গাড়িটির এক্স শোরুম প্রাইস। এর উপরে আপনাকে আলাদা করে আরটিও চার্জ দিতে হবে। ফলে স্বল্প বাজেটে চমৎকার মাইলেজ সহ এই গাড়িটি আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন।

Related Articles

Back to top button