Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নতুন সংসদ ভবন নির্মাণ করতে চলেছে টাটা, খরচ পড়বে ৮৬১.৯০ কোটি টাকা

Updated :  Wednesday, September 16, 2020 7:47 PM

নয়াদিল্লিঃ নতুন সংসদের ভবন তৈরি করবে টাটা। প্রতিদ্বন্দ্বি সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো তৈরি করতে খরচ চেয়েছিলো ৮৬৫ কোটি টাকা সেখানে টাটা খরচ করবে ৮৬১.৯০ কোটি টাকা। চেয়েছিল। নতুন ওই ভবন তৈরি করতে সময় লাগবে প্রায় ২১ মাস। ভবনটির আকার হবে ত্রিভূজাকৃতি।

পুরনো ভবনটি মেরামত করে অন্য কাজে ব্যবহার করা হবে এবং তার পাশেই তৈরি হবে নতুন ভবন। ব্রিটিশ আমলের এই ভবন ছেড়ে নয়া ভবন তৈরির ভাবনা সরকারের বহুদিনের ইচ্ছে। এবার তা সত্যি হতে চলেছে। সরকারের এই মনোভাবের বিরুদ্ধে কণ্ঠ সোচ্চার করেছে বিরোধী পক্ষরা।

আর এই নিয়ে মামলাও হয়েছে আদালতে কিন্তু এই ভবন পুরোনো হয়েছে আর সাংসদের সংখ্যা বাড়লে আর বসার জায়গা নিয়েও সমস্যা হবে বলে মত বর্তমান সরকারের। তাই তাদের উদ্দেশ্য এই নতুন সাংসদ ভবন গড়া।