Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বর-কনের সাজে তথাগত-দেবলীনা! ভাঙ্গা সম্পর্ক তবে কী জোড়া লাগলো?

Updated :  Friday, February 25, 2022 7:01 PM

মাস কয়েক আগেই বিচ্ছেদ ঘটেছে তথাগত মুখার্জ্জীর সাথে দেবলীনা দত্তের। সেই সময় শোনা গিয়েছিল, অভিনেতার জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণেই সম্পর্ক ভাঙছে তাদের। তৃতীয় ব্যক্তি হিসেবে নাম উঠে এসেছিল ‘ভটভটি’ ছবির অভিনেত্রী বিবৃতির। শোনা গিয়েছিল, তাকে নিয়েই সমস্যার সূত্রপাত। তবে সম্প্রতি বর-কনের সাজে দেখা মিলেছে তাদের। তবে কি আবারো জোড়া লাগলো ভেঙে যাওয়া সম্পর্ক?

সম্প্রতি এক পোশাক বিপনণী সংস্থার হয়ে জোড়ায় প্রচার সারতে দেখা গিয়েছে তাদের। একেবারে বর-কনের সাজে ছিলেন তারা। নীল ও গোলাপী রঙের মেলবন্ধনে একটি লেহেঙ্গা ও মানানসই গহনায় সেজেছিলেন দেবলীনা দত্ত। সিঁথিতে ছিল চওড়া সিঁদুর। পাশাপাশি তথাগত মুখার্জ্জীও সেজেছিলেন একেবারে বরের সাজে। ডিজাইনার পাঞ্জাবি ও ধুতিতে সেজেছিলেন তিনি। এদিন দুজনেই হাসিমুখে প্রশংসা করলেন একে অপরের।

বিচ্ছেদের পর এই প্রথমবার একসাথে দেখা গেল তাদের। তবে তাদের একসাথে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে মিডিয়াতে। প্রশ্ন উঠছে, তবে কি আবারো কাছাকাছি এলেন তথাগত-দেবলীনা? তাদের ভাঙা সম্পর্ক কি আবারও জোড়া লাগলো? তবে এদিন নিজেদের সম্পর্কের প্রসঙ্গ একেবারে এড়িয়ে গিয়েছেন দুজনেই।

বিবৃতি ও দেবলীনার ঠান্ডা লড়াই বেশ কয়েকদিন চলেছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যা চোখ এড়ায়নি কারোরই। তবে তথাগতর সাথে বিচ্ছেদের পর শোনা গিয়েছিল, অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দেবলীনা। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে নিজেদের বন্ধু বলেই দাবি করেছেন তারা। তবে বুধবার পোশাক বিপনণী সংস্থার প্রচারে তাদের একসাথে দেখা মেলার পর থেকেই তাদের সম্পর্ক জোড়া লাগার জল্পনা আবারো তৈরি হয়েছে মিডিয়াতে।