Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কলকাতার ট্যাক্সিতে বাড়ছে ভাড়া, জানুন সর্বনিম্ন ভাড়া কত?

ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হল ট্যাক্সি সংগঠন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিল রাজ্যের ট্যাক্সি সংগঠনগুলি। এখন থেকে ট্যাক্সিতে উঠলেই ৫০ টাকা ভাড়া দিতে হবে। আবার প্রতি…

Avatar

ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হল ট্যাক্সি সংগঠন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিল রাজ্যের ট্যাক্সি সংগঠনগুলি। এখন থেকে ট্যাক্সিতে উঠলেই ৫০ টাকা ভাড়া দিতে হবে। আবার প্রতি কিলোমিটারে ভাড়া ২৫ টাকা বৃদ্ধি করার দাবিও তারা জানিয়েছে। বেসরকারি বাস, মিনিবাসের পর এবার ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে ট্যাক্সি সংগঠন।

আগে হলুদ ট্যাক্সিতে উঠলে ভাড়া দিতে হত ৩০ টাকা। আর প্রথম ২ কিলোমিটারে এই ৩০ টাকায় যাওয়া যেত। তারপর প্রতি কিলোমিটার ১৫ টাকা করে ভাড়া গুনতে হত যাত্রীদের। এখন থেকে সেই ভাড়া বেড়ে ৫০ টাকা করা হয়েছে। আর প্রতি কিলোমিটারে ২৫ টাকা ভাড়া করা হবে। ট্যাক্সি সংগঠনগুলির বক্তব্য যে হারে জ্বালানীর দাম বৃদ্ধি পাচ্ছে, এখন পুরোনো ভাড়াতে গাড়ি চালানো সম্ভব নয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ট্যাক্সি সংগঠনগুলি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভাড়া যদি না বাড়ানো হয় তাহলে ১৫ জুলাই থেকে লাগাতার ধর্মঘটে যাবে তারা। এখনই ধর্মঘটের পথে না হেঁটে বাসের মতোই রেগুলেটরি কমিটির কাছে বিষয়টি পাঠানোর দাবি জানিয়েছে প্রোগ্রেসিভ ট্যাক্সি মেনস ইউনিয়ন-সহ ২ টি সংগঠন।  লকডাউনের জন্য এমনিতেই রাস্তায় এখন গাড়ির সংখ্যা অনেক কম রয়েছে। চারিদিকে যাত্রী ভোগান্তির  দৃশ্য দেখা যাচ্ছে। সঠিক সময়ে যাত্রীরা গাড়ি পাচ্ছেন না।

About Author