ভাইরাল & ভিডিও

চারিদিক বরফে ঢাকা, -৪০ ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় জাতীয় পতাকা উত্তোলন করলেন ভারতীয় জাওয়ানরা, ভাইরাল ভিডিও

লাদাখের ইন্দো-চীন সীমান্তের আইটিবিপি সেনানীরা এই বিশেষ দিনটি পালন করলেন জাতীয় পতাকা উত্তোলন করে এবং বন্দেমাতরম ধ্বনি দিয়ে

Advertisement

ভারতের ৭৩ তম গণতন্ত্র দিবসের দিন দেশের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার নতুন পথের দিশা দেখালো ভারতীয় সেনা। ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ওরফে আইটিবিপি জওয়ানরা সমুদ্রতল থেকে ১৫,০০০ ফুট উচ্চতায় -৪০ ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে গিয়েও ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে আসলেন। লাদাখের বরফাবৃত চাদরে ঢাকা ওই অঞ্চলে ভারতীয় পতাকা উত্তোলন করা সারা ভারতের কাছে অত্যন্ত গর্বের একটি বিষয়। গণতন্ত্র দিবসের প্রাক্কালে ভারতীয় সেনানীদের এই শ্রদ্ধা জ্ঞাপনের রীতিকে কুর্নিশ জানিয়েছে নেট জনতা।

এই অনুষ্ঠান উপলক্ষে ভারতীয় সেনার তরফ থেকে একটি বিশেষ ভিডিও আপলোড করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র লাদাখে নয়, হিমালয়ের একাধিক পর্বত শৃঙ্গের মাথায় ভারতীয় পতাকা উত্তোলিত করেছে ভারতীয় সেনা। লাদাখের হিমশীতল ঠান্ডায় মোটা জ্যাকেট পরে আইটিবিপি সেনারা বিভিন্ন পর্বত শৃঙ্গ উঠে ভারতের পতাকা উত্তোলিত করেছেন। ভারত চীন সীমান্তের একাধিক জায়গায় এই ধরনের জাতীয় পতাকা দেখতে পেলাম আমরা।

এই আইটিবিপি সেনানীদের এক কথায় বলা হয় ‘হিমবীর’। এই ভিডিওর শেষে একসাথে তাদের ভারতমাতার জয় গান করতেও দেখা গেল। বন্দেমাতরম ধ্বনি দিয়ে শেষ হলো ভিডিও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি হয়েছে অত্যন্ত ভাইরাল। ভারতীয় সেনার দেশের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি প্রকাশিত হয়েছে এই ভিডিওটিতে। টুইটারে নেটিজেনদের ভালোবাসায় ভিডিওটি ইতিমধ্যেই লক্ষাধিক ভিউ তুলে ফেলেছে।

তবে শুধুমাত্র লাদাখ নয়, হিমাচল প্রদেশের একাধিক জায়গায় ১৬,০০০ ফুট উচ্চতায় আইটিবিপি সেনানীদের আরো একটি ট্রুপ জাতীয় সংগীতের মাধ্যমে ভারতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে। উত্তরাখণ্ডের কুমাওন এলাকায় ১২,০০০ ফুট উচ্চতায় পতাকা উত্তোলন করেও ভারতীয় সেনার তরফ থেকে ভারত মাতার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। তবে, লাদাখের আইটিবিপি সেনানীদের গণতন্ত্র দিবস পালনের মুহূর্তগুলি কেন হৃদয়ে গেঁথে থাকার মত। দেশের প্রতি শ্রদ্ধা, বীরত্ব এবং জাতীয়তাবোধের এক মিশেল তৈরি হয়েছে এই সমস্ত ভিডিওতে। রইল আপনাদের জন্য এই ভিডিওগুলির কিছু ঝলক –

Related Articles

Back to top button