Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

চা কাকু এবার এলেন নিজের ছেলেকে সাথে নিয়ে, জানালেন তাদের আর্থিক করুণ পরিস্থিতির কথা

Updated :  Wednesday, April 1, 2020 10:11 AM

শ্রেয়া চ্যাটার্জি – সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া চা কাকুর আসল নাম মৃদুল কান্তি দেব। তার ছেলের নাম অজিত দেব। এবার তিনি এলেন সোশ্যাল মিডিয়ার সামনে ছেলেদের সাথে নিয়ে। কয়েকদিন ধরেই একটি ছবি নিয়ে নানান রকম হাসি, মস্করা করা হচ্ছিলো, গায়ে গামছা পরা একটি মানুষ জনতা কারফিউয়ের দিন চা খেতে বেরিয়েছেন এবং তিনি খুব মিষ্টি ভাবেই বলেছেন তারা কি চা খাবেন না। আর এই কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসি মস্করার শেষ নেই। তবে কালকে আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়া মাতিয়েছে সেটি হল এই মৃদুল বাবুর আসল পরিচয় জানা গেছে। তিনি একজন খেটে খাওয়া মানুষ। জনতার স্রোতে চা খেতে বেরোলো তার অন্যায় হয়েছে। কিন্তু তাকে নিয়ে এতটা হাসি মস্করা বোধহয় ঠিক নয়। এবার প্রকাশ্যে এলেন তার ছেলে। সকলের কাছে বললেন তাদের করুণ আর্থিক পরিস্থিতির কথা। আমরা যারা মৃদুল বাবুকে নিয়ে নানান রকম হাসি মস্করা ভিডিও ভাইরাল করেছি চলুন আমরা এই ভিডিওগুলো ভাইরাল করি দায়িত্ব নিয়ে।

জনতা কারফিউ তে চা খেতে বেরিয়ে তিনি অন্যায় করেছেন কিন্তু তাকে নিয়ে এত হাসি মস্করা বোধহয় ঠিক হয়নি। খেটে খাওয়া মানুষগুলো সত্যি খুব অসহায়। চলুন এই ভিডিওটি কে আমরা এত পরিমান ভাইরাল করি যে, এই মানুষটি যাতে অর্থনৈতিক ভাবে কোন সুবিধা করা যেতে পারে।