Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Indian Cricketer: তেলেগু অভিনেত্রীর সৌন্দর্যে ক্লিন বোল্ড ভারতীয় এই ক্রিকেটার, ছবি দেখে মন ভাঙবে আপনারও

Updated :  Thursday, January 12, 2023 12:26 PM

ক্যারিয়ারের শুরুতে আলোড়ন সৃষ্টি করেছিলেন ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। তবে দীর্ঘদিন তার ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি ভারতীয় এই ক্রিকেটার। ফলশ্রুতিতে বিগত বেশ কয়েক মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তেমনভাবে সাফল্য না পেলেও ভারতীয় প্রিমিয়ার লিগে বড় নাম হয়ে উঠেছেন তিনি। শুরুতে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত হয়ে আইপিএলে মাঠে নেমেছিলেন তিনি। এরপর একের পর এক ম্যাচে ধারাবাহিকতা দেখিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার।
Indian Cricketer: তেলেগু অভিনেত্রীর সৌন্দর্যে ক্লিন বোল্ড ভারতীয় এই ক্রিকেটার, ছবি দেখে মন ভাঙবে আপনারও

কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের ব্যক্তিগত জীবন নিয়ে বর্তমানে উত্তপ্ত রয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা জাওয়ালকারের প্রেমে পড়েছেন ভেঙ্কটেশ। পাশাপাশি দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ডেটিং চলছে বলে মনে করছেন নেট প্রেমীরা। এমনকি খুব শীঘ্রই তারা তাদের সম্পর্কের স্বীকৃতি দিতে পারেন বলে দাবি করাও হচ্ছে।
Indian Cricketer: তেলেগু অভিনেত্রীর সৌন্দর্যে ক্লিন বোল্ড ভারতীয় এই ক্রিকেটার, ছবি দেখে মন ভাঙবে আপনারও

যদিও ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার সোশ্যাল মিডিয়া তেমন জনপ্রিয় নন। তবে তেলেগু অভিনেত্রী প্রিয়াঙ্কার একটি পোস্টে নিজের অভিমত পোষণ করে ভাইরাল হয়েছিলেন তিনি। উল্লেখ্য, প্রিয়াঙ্কা জাওয়ালকার জন্মসূত্রে অন্ধপ্রদেশের বাসিন্দা এবং তিনি ২০১৭ সালে প্রথম ছবি ‘কালা ভারাম আয়ে’ দিয়ে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন।
Indian Cricketer: তেলেগু অভিনেত্রীর সৌন্দর্যে ক্লিন বোল্ড ভারতীয় এই ক্রিকেটার, ছবি দেখে মন ভাঙবে আপনারও

আপনাদের জানিয়ে রাখি, বেশ কিছুদিন আগে ভেঙ্কটেশ আইয়ার এই তামিল অভিনেত্রীর একটি পোষ্টে ‘কিউট’ লিখেছিলেন। আইয়ারের এই মন্তব্যের জবাবে প্রিয়াংকা লিখেছিলেন ‘কে আপনি?’ বিষয়টি নব জুটির ভালোবাসার বহিঃপ্রকাশ বলে মনে করছেন নেট প্রেমীরা। উল্লেখ্য, ভেঙ্কটেশ আইয়ার ভারতের জাতীয় দলের হয়ে দুটি একদিনের ম্যাচ এবং ৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।