শীতের আমেজে জমিয়ে পিকনিক করলেন ‘কৃষ্ণকলি’র নিখিল-শ্যামা, ভাইরাল পিকনিকের ছবি

প্রতিদিনের শুটিং-এর ফাঁকে সময় বের করে টিম ‘কৃষ্ণকলি’ এবার মেতে উঠল পিকনিকে।  ‘শ্যামা’ তিয়াসা রায় এবং ‘নিখিল’ নীল ভট্টাচার্য অবশ্যই হাজির ছিলেন পিকনিকে। লাল রঙের টি-শার্ট ও কালো রঙের জ‍্যাকেট…

Avatar

প্রতিদিনের শুটিং-এর ফাঁকে সময় বের করে টিম ‘কৃষ্ণকলি’ এবার মেতে উঠল পিকনিকে।  ‘শ্যামা’ তিয়াসা রায় এবং ‘নিখিল’ নীল ভট্টাচার্য অবশ্যই হাজির ছিলেন পিকনিকে। লাল রঙের টি-শার্ট ও কালো রঙের জ‍্যাকেট পরেছিলেন নীল।  তিয়াসার পরনে ছিল হলুদ রঙের ড্রেসের উপর হালকা নীল রঙের ডেনিম জ‍্যাকেট। নাচ, গান, খেলায় জমজমাট হয়ে উঠেছিল পিকনিক। তার মাঝেই চলছিল স্ন‍্যাকস ও চা-কফি সহযোগে আড্ডা। তবে কয়েকজন অভিনেতা-অভিনেত্রী পিকনিকে হাজির থাকতে পারেননি তাঁদের অন্যান্য প্রজেক্টের শুটিং থাকায়। তিয়াসা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ‘কৃষ্ণকলি’র পিকনিকের ছবি।

শীতের আমেজে জমিয়ে পিকনিক করলেন 'কৃষ্ণকলি'র নিখিল-শ্যামা, ভাইরাল পিকনিকের ছবি

জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কৃষ্ণকলি’ নিয়েছে 18 বছরের লিপ। ব্রিজ ভেঙে গাড়ি দুর্ঘটনার সময় শ্যামা গিয়ে পৌঁছায় অন্য গাড়িতে।  সেই গাড়ি শ্যামাকে বারাণসী পৌঁছে দেয়। এরপর কেটে যায় 18 বছর। শ্যামার মেয়ের প্রবেশ ঘটে সিরিয়ালে। শ্যামার মেয়ে শ্যামার মতোই গান গায়। কিন্তু শ্যামা গাড়ি দুর্ঘটনার ফলে সমস্ত কিছু ভুলে গেছে। অপরদিকে নিখিল শ্যামাকে না ভুলতে পেরে মদের নেশায় আসক্ত হয়ে পড়েছে। তার জীবনে এসেছে এক নতুন নারী।

শীতের আমেজে জমিয়ে পিকনিক করলেন 'কৃষ্ণকলি'র নিখিল-শ্যামা, ভাইরাল পিকনিকের ছবি

একটানা 3 বছর ধরে চলা ‘কৃষ্ণকলি’ সিরিয়ালটির টিআরপি ক্রমশ কমছে তার  দুর্বল চিত্রনাট্যের কারণে।  এই কারণে ‘কৃষ্ণকলি’তে নতুন মোড় এনে তার টিআরপি বাড়ানোর চেষ্টা করছে চ্যানেল। ‘কৃষ্ণকলি’ সিরিয়ালে শ্যামার ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা রায় এবং তাঁর স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন নীল ভট্টাচার্য।  নিখিল ও শ্যামার অনস্ক্রিন রসায়ন বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে নেটিজেনদের কাছে।

শীতের আমেজে জমিয়ে পিকনিক করলেন 'কৃষ্ণকলি'র নিখিল-শ্যামা, ভাইরাল পিকনিকের ছবি