Web Series: উল্লুর এই সিরিজ ভুলেও বাড়ির বড়দের সামনে চালাবেন না, এমন ভিডিও সামনে এসেছে

বর্তমানে আজকের ব্যাস্ত প্রজন্ম বড়পর্দার থেকে বেশি পছন্দ করেন ওয়েব প্ল্যাটফর্মকে। বেশিরভাগ মানুষই এখন ঝুঁকছেন ঐ দিকে। ওয়েব প্ল্যাটফর্মে বড়পর্দার থেকে বাধা নিষেধ অনেকটাই কম। এক্ষেত্রে এমন অনেক দৃশ্যই দেখানো…

Avatar

বর্তমানে আজকের ব্যাস্ত প্রজন্ম বড়পর্দার থেকে বেশি পছন্দ করেন ওয়েব প্ল্যাটফর্মকে। বেশিরভাগ মানুষই এখন ঝুঁকছেন ঐ দিকে। ওয়েব প্ল্যাটফর্মে বড়পর্দার থেকে বাধা নিষেধ অনেকটাই কম। এক্ষেত্রে এমন অনেক দৃশ্যই দেখানো সম্ভব হয়, যা হয়তো বড়পর্দায় সবসময় দেখাতে পারেন না পরিচালকরা। সেই সূত্র ধরে খুব স্বাভাবিকভাবেই ওয়েব প্লাটফর্ম ও তার সমস্ত অনুষ্ঠান ও সিরিজ দিনে দিনে পছন্দের হয়ে উঠছে সাধারণ দর্শকদের। এমনকি সেইসমস্ত অনুষ্ঠানের তারকারাও বেশ ভালোই পরিচিতি অর্জন করে নিচ্ছেন দর্শকদের মাঝে। অবশ্য সেকথা আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।

ওয়েব প্লাটফর্মে প্রায়ই একাধিক ওয়েব সিরিজের একাধিক দৃশ্যে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনের থেকে একটু বেশিই বোল্ড দৃশ্যে অভিনয় করতে হয় অভিনেত্রীদের। সেইসমস্ত দৃশ্য রীতিমতো তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করেন দর্শকমহলের একাংশ। সেইসমস্ত সিরিজের একাধিক সাহসী দৃশ্যে অভিনয় করে এমন অনেকেই রয়েছেন যারা দর্শকদের মাঝে সাহসী অভিনেত্রী হিসেবে নিজেদের একটা আলাদা পরিচিতি গড়ে তোলেন। তাদের মধ্যে নূর মানবিকা অন্যতম।

সম্প্রতি উল্লুর একটি ওয়েব সিরিজ রয়েছে তুমুল চর্চায়। গতবছর নভেম্বর মাসে মুক্তি পেয়েছে এটি। সেই সিরিজের ট্রেলারই এই মুহূর্তে পুনরায় নজর টেনেছে দর্শকদের একাংশের। এই সিরিজের গল্প অনুযায়ী একটি ছেলে তার প্রেমিকাকে নিয়ে আসে বাড়িতে। এরপর আলাপ করিয়ে দেয় তার বাবার সাথে। কদিন পর কাজ নিয়ে বাইরে যায় ছেলেটি। সেইসময় মেয়েটি ছেলেটির বাবার প্রতি আকৃষ্ট হয়। এমনকি জড়িয়ে পড়ে শারীরিক সম্পর্কেও। পরে ছেলেটির বাবা নিজের ভুল বুঝতে পেরে সরে আসতে চাইলে মেয়েটি তার ছেলেকে বিয়ে করতে না করে দেন। তবে পরে সে বিয়ে করতে রাজি হয় এক শর্তে। তবে কি সেই শর্ত! তা জানতে গেলে গোটা সিরিজটা দেখতে হবে।

আপাতত সোশ্যাল মিডিয়ার পাতায় এই সিরিজের ট্রেলার পুনরায় ভাইরাল হতেই অভিনেত্রীর পাশাপাশি চর্চার আলোয় উঠে এসেছেন সিরিজের বাকি অভিনেতা-অভিনেত্রীরাও। নিঃসন্দেহে বলা চলে, উল্লুর এই সিরিজ যদি ভুলেও চালানো হয় বাড়ির বড়দের সামনে! তাহলে লজ্জা লেগে যাবে নিজেরই।