কলকাতা: আজ, বৃহস্পতিবার নবান্ন অভিযান করবে বিজেপি। গতকাল, বুধবার সন্ধ্যা থেকেই এই নিয়ে সরগরম রাজনৈতিক মহল। আর যুব মোর্চার নবান্ন অভিযানে সামিল হতে কলকাতায় এসেছেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে বিজেপির যুব নেতা বলেছেন, মমতা দিদি ভয় পেয়েছেন।
পুজোর আগে বৃহস্পতিবার নবান্ন অভিযানের কর্মসূচি বিজেপির। আর এই কর্মসূচিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে গেরুয়া শিবির। আগামী বছর বিধানসভা নির্বাচন। আর তাই একুশকে নজরে রেখেই নবান্ন অভিযান দিয়ে এক তাৎপর্যপূর্ণ বার্তা রাজনৈতিক দলের মধ্যে পৌঁছে দিতে মরিয়া গেরুয়া শিবির। এই মিছিলে নেতৃত্ব দিতে বুধবার রাতে শহরে আসেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য।
কিন্তু এদিকে বিজেপির নবান্ন অভিযানের দিনই সচিবালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার স্যানিটাইজেশনের জন্য বন্ধ রাখা হচ্ছে নবান্ন। কিন্তু গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের নবান্ন অভিযান রয়েছে, আর এই ভয়েই শাসকদল এই সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা বিমানবন্দরে পা রেখে যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি এ প্রসঙ্গে বলেন, ”মমতা দিদি ভয় পেয়েছেন। এ ডর অচ্ছা হ্যায়।’ তারপর সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেন, ‘বাংলায় অরাজকতা চলছে। বাংলার যুবকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে প্রস্তুত গোটা দেশ। আমি আশ্বাস দিচ্ছি, এই সরকারকে উৎখাত করেই ছাড়ব।’
সুতরাং, সব মিলিয়ে নবান্ন অভিযান শুরু হওয়ার আগেই যেভাবে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনৈতিক মহল, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।