Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পাকিস্তানের ডিএনএ-তেই সন্ত্রাসবাদ, রাষ্ট্রপুঞ্জে কড়া জবাব ভারতের

Updated :  Friday, November 15, 2019 1:44 PM

অরূপ মাহাত: প্যারিসে অনুষ্ঠিত রাষ্ট্রপুঞ্জের ৪০ সাধারণ সভায় এক বিতর্কে যোগ দিয়ে পাকিস্তানের শিক্ষামন্ত্রী শফকাত মাহমুদ কাশ্মীরের পুনর্গঠন ও সুপ্রিমকোর্টে অযোধ্যা রায় নিয়ে ভারতের সমলোচনা করেন। তারই প্রেক্ষিতে সাধারণ সভায় ভারতের প্রতিনিধি অনন্যা আগরওয়াল তাঁর বক্তৃতায় একহাত নেনে পাকিস্তানকে।

তিনি বলেন, ‘পাকিস্তান ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে শিশুসুলভ আচরণ করছে। আমরা ভারতের সাধারণ মানুষ আমাদের দেশের শাসনব্যবস্থা ও সুপ্রিমকোর্টের রায়কে শ্রদ্ধা করি। আমাদের দেশের শাসনব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে। তাই আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের এই মন্তব্যের নিন্দা জানাচ্ছি।’ এরপরই পাকিস্তানের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও যোগ করেন যে, ‘পাকিস্তানের এই মন্তব্য আসলে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমান। যা নিন্দনীয় এবং অসমর্থনযোগ্য।’

এদিনের এই আন্তর্জাতিক সভায় সন্ত্রাসবাদের প্রতি পাকিস্তানের মনোভাব নিয়েও আক্রমণ করেন ভারতের প্রতিনিধি। তিনি বলেন, ‘পাকিস্তানের ডিএনএ-তেই সন্ত্রাসবাদ ছড়িয়ে রয়েছে।’ ইউনেস্কোর মতো একটি আন্তর্জাতিক সংগঠনে পাকিস্তানের মনোভাব অন্যদের থেকে আলাদা বলেই উল্লেখ করেন তিনি।