আন্তর্জাতিকনিউজ

পাকিস্তানের এই কার্যকলাপের জন্য আলোচনায় বাধা, মত আমেরিকার

Advertisement

ওয়াঘা সীমান্তের দুই পাশে ফিরতে পারে একমাত্র আলোচনার মাধ্যমে। আর এই আলোচনায় সদর্থক ভূমিকা নিতে হবে দুই প্রতিবেশী দেশকে। ৭২-এর সিমলা চুক্তি মেনে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার মাধ্যমে শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে দুই দেশকে অনুরোধ জানালো আমেরিকা। একই সাথে, দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর একমাত্র রাস্তা যে দ্বিপাক্ষিক আলোচনা সে কথাও জানিয়েছেন দক্ষিণ-মধ্য এশিয়ার ভারপ্রাপ্ত মার্কিন সহকারী সচিব অ্যালিস জি ওয়েলস। তবে আলোচনার পথ যে খুব মসৃণ নয় সে কথা জানেন তিনি।

তাই দুই দেশের প্রতি আলোচনার অনুরোধ জানিয়েও নিজেদের মধ্যে আস্থা বাড়ানোর কথা বলেন তিনি। তিনি বলেন, ‘কার্যকরী দ্বিপাক্ষিক আলোচনার জন্য দুই দেশের মধ্যে আস্থা থাকা প্রয়োজন।’ একই সাথে পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের ব্যাপারটা যে আমেরিকা ভালো চোখে দেখছে না তা-ও ফুটে ওঠে তাঁর বক্তব্যে। ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার প্রধান অন্তরায় যে পাকিস্তানের জঙ্গি-প্রীতি একথাও স্পষ্ট ভাবে জানান তিনি।

Related Articles

Back to top button