কাশ্মীরের উপর আতঙ্কের কালো ছায়া সবসময় বিদ্যমান। ৩৭০ ধারা বিলোপের পর থেকেই কাশ্মীরে চোরাগোপ্তা উত্তেজনার খবর আসছিল। গত ৫ ই অক্টোবর দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ডেপুটি কমিশনারের অফিসকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে জঙ্গিরা। অনন্তনাগের পর তাদের নিশানার শিকার হল শ্রীনগর। ফের গ্রেনেড হামলা ঘটলো উপত্যকায়।
আজ, শনিবার দুপুর দুটো নাগাদ শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিটে গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই ঘটনায় আহত হয়েছেন একজন মহিলাসহ মোট পাঁচজন। তাদের প্রত্যেকেরই শ্রীনগর হাসপাতালে চিকিৎসা চলছে।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে তারা প্রত্যেকেই এখন বিপদ মুক্ত রয়েছে। বিস্ফোরণের পর গোটা এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া শ্রীনগরের হাইওয়েতে জারি হয়েছে কড়া সতর্কতা।
৩৭০ ধারা বাতিল করার পর এই নিয়ে গত দু মাসে দুবার গ্রেনেড হামলা হল উপত্যকায়।অনন্তনাগের ঘটনার পর জম্মু-কাশ্মীরের পুলিশের তারা থেকে জানানো হয়েছিল, অনন্তনাগকে জঙ্গিরা ‘সেফ জোন’ বানাতে চাইছে। আজকে শ্রীনগরের ঘটনা আরও একবার সেই আশঙ্কাকে উস্কে দিলো বলে মনে করছেন অনেকেই।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside