Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

BREAKING NEWS: আবার জঙ্গি হামলা শ্রীনগরে, ঘটনায় আহত ৬ জন CRPF কর্মী

Updated :  Saturday, October 26, 2019 8:02 PM

সম্প্রতি কিছুদিন আগেই জম্মু কাশ্মীরে টাঙ্গধর সেক্টরে পাকিস্তানিরা অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে দুই ভারতীয় সৈন্যকে হত্যা করে।তার জেরেই পাকিস্তানের জঙ্গি ক্যাম্পগুলির উপর অ্যার্টিলারি হামলা করে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিলো ভারত। কিন্তু এসবের পরেও দুর্নীতিমূলক কাজ থেকে নিজেদের বিরত রাখলো না পাকিস্তান।

আজ আবারও একবার ভারতীয় সেনাদের উপর আক্রমণ করলো জঙ্গিরা। শ্রীনগরের করন নগর এলাকায় CRPF এর বাহিনী এবং পুলিশ উপর হামলা চালায় তারা। কিছু অজানা জঙ্গি করণ নগর পুলিশ স্টেশনকে নিশানা করে সন্ধ্যা ৬.৫০ নাগাদ গ্রেনেড নিক্ষেপ করে। এর ঘটনার জেরে ১১৪ তম বাহিনীর মধ্যে ৬ জন CRPF কর্মী আহত হন। তাদের বর্তমানে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে জুড়ে থাকুন।