Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Tesla: ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা বানাবে মাস্কের সংস্থা টেসলা, কত দামে পাবেন সেই গাড়ি?

Updated :  Saturday, July 15, 2023 9:51 PM

শেষমেষ দীর্ঘ টানা পোড়েনে ইতি টেনে ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা তৈরি করার সিদ্ধান্ত নিয়ে নিল টেসলা। সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে এলন মাস্কের সংস্থা বছরে ৫ লক্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা পূরণ করতে চলেছে খুব শীঘ্রই। এই গাড়ির কারখানা তৈরীর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে এলন মাস্কের সংস্থার। আর এই গাড়ির কারখানা তৈরি হবে ভারতে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে ভারতে নির্মিত টেস্টলার গাড়ির আনুমানিক দাম হতে পারে ২০ লক্ষ টাকা। গত বছর ধরেই ভারতে টেসলার বৈদ্যুতিক গাড়ি কারখানা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। বিষয়টা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে বলেও সূত্রের খবর। জানা যাচ্ছে আগে কারখানা করে গাড়ি তৈরি নাকি আমদানি করে গাড়ি বাজারে বিক্রির পর কারখানা তৈরি, সেই জটে এতদিন পর্যন্ত কারখানা আটকে ছিল। তবে এবারে কারখানা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে।

গত বছর সামাজিক মাধ্যমে এক ব্যক্তি ভারতে টেসলার কারখানা তৈরীর বিষয়ে জানতে চেয়েছিলেন। জবাবে এলন মাস্ক লিখেছিলেন, “যেখানে আমরা গাড়ি বিক্রি এবং পরিষেবার অনুমতি পাবো না সেখানে উৎপাদনের জন্য কারখানা তৈরি করা যাবে না। তবে অবশ্য সরাসরি তিনি ভারতের নাম উল্লেখ করেননি সেখানে, তবে অনুমান করা হয়েছিল কারখানা তৈরির প্রাথমিক শর্ত হিসেবে মাস্ক যে সমস্ত সুবিধা চান তা পুরো না হলে ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা তৈরি করবেন না তিনি।”

তবে জানা যাচ্ছে, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর নীতিন গড়করি জানিয়েছিলেন টেসলা ভারতে কারখানা গড়তে চাইলে তাকে স্বাগত। আগে এখানে তারা কারখানা তৈরি করুক। চাইলে ভারত থেকেই বিদেশে গাড়ি রপ্তানি করতে পারে টেসলা। তবে এই সংস্থার পরে কর ছাড়ের বিষয়টি ভেবে দেখা হবে। তবে হ্যাঁ চীন থেকে আমদানি করা গাড়ি কিন্তু বিক্রি করা যাবে না, কারন সেটা ভারতের পক্ষে একেবারেই লাভজনক হবে না।