শিক্ষক নিয়োগ নিয়ে এবার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ। আবার হবে আগের মত নিয়োগ। পুজোর শেষে এমন খুশির খবর পেয়ে আপ্লুত পরীক্ষার্থীরা। তবে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য এবার আবেদন খরচ বেড়ে গেল। গত শনিবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে টেট পরীক্ষার জন্য চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদনের মূল্য কিছুটা বৃদ্ধি করা হয়েছে।
জানা গিয়েছে, নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী টেট পরীক্ষায় বসার আবেদন জানাতে সাধারন বা জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ২০০ টাকা জমা করতে হবে। এছাড়া অন্যান্য অনগ্রসর শ্রেণীর (ওবিসি এ ও ওবিসি বি) প্রার্থীদের দিতে হবে ১৫০ টাকা। এছাড়া তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের আবেদন করতে দিতে হবে ১০০ টাকা। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রেও এই মূল্য এক থাকবে। এর আগে সাধারণ শ্রেণীর প্রার্থীদের আবেদন খরচ ছিল ১৫০ টাকা। অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের ১০০ টাকা ও তপশিলি ও উপজাতিদের জন্য ছিল ৫০ টাকা।
আপাতত পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন মূল্য ছাড়া নিয়োগ প্রক্রিয়াতে আর কোনো পরিবর্তন করা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, টেট নিয়োগে দুর্নীতির অভিযোগে পথে নেমেছেন অনেক চাকরিপ্রার্থী। চাকরির দাবিতে ২০১৪ সালের প্রার্থীরা পর্ষদ ভবনের সামনে অনশনে বসেছিলেন। যদিওবা গত বৃহস্পতিবার রাতে তাদের সেখান থেকে তুলে দেয় কলকাতা পুলিশ। বর্তমানে পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল জানিয়ে দিয়েছেন যে টেট পরীক্ষা হবে ১১ ডিসেম্বর এবং ১১ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের পরীক্ষা হবে।