Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৬০০ জনকে ডেকে ২০০ জনের কাউন্সেলিং কেন? বিক্ষোভরত টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা

Updated :  Friday, February 19, 2021 9:38 PM

পথ অবরোধের পর প্রাথমিক শিক্ষা কাউন্সিল দপ্তরে তালা ঝুলিয়ে দিলো টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা। ফের বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। এসএমএস করে যাদের ডাকা হয়েছিল তাদের সবার কাউন্সেলিং জলপাইগুড়িতে করতে হবে এমনটা দাবি করেছিলেন বিক্ষোভকারীরা। আর তারপর গতকাল দুপুর থেকে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিল দপ্তরের সামনে ডি বিসি রোড অবরোধ করে রেখেছেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা।

সন্ধ্যে হতেই দপ্তর এর মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। একইসঙ্গে টানা পথ অবরোধ চলতে থাকে।কোলে থাকা শিশুকে নিয়ে গতকাল দুপুর থেকে আন্দোলনে সামিল হয়েছেন বহু মহিলা পরীক্ষার্থী। আন্দোলনকারীদের অভিযোগ, জলপাইগুড়িতে সর্বমোট উত্তীর্ণ পরীক্ষার্থী দের মধ্যে ৬০০ জনকে ডাকা হয়েছে। কিন্তু কাউন্সেলিং এর জন্য নিয়ে যাওয়া হয়েছে মাত্র ২০০ জন পরীক্ষার্থীকে। শিক্ষা দপ্তর জানিয়েছে, বাকিদের কাউন্সেলিং অন্যদিন করা হবে। আর এই বার্তার পরেই শুরু হয় বিক্ষোভকারীদের আন্দোলন।

অন্যদিকে তারা দাবি তুলেছেন, ৬০০ জনকে ডেকে কেনো ২০০ জনকে কাউন্সেলিং করা হচ্ছে? তাদের দাবি সবাইকে কাউন্সেলিং করে স্কুলে জয়েন করাতে হবে। এই দাবি তুলে আন্দোলন শুরু হয়েছে। অন্যদিকে প্রাথমিক শিক্ষা কাউন্সিল কর্তাদের দাবি, প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে যাদের তালিকা পাঠানো হয়েছে দুদিন ধরে তাদের কাউন্সেলিং করা হয়েছে। তাদের নিয়োগপত্র দেওয়া হবে। আর বাকিদের জন্য কলকাতায় সেন্ট্রাল কাউন্সেলিং করা হবে। এমনটাই নির্দেশ এসেছে বোর্ড থেকে।