জারি করা হল টেট পরীক্ষার বিজ্ঞপ্তি, ১৬৫০০ পদে করা হবে নিয়োগ

আগামী বছর ৩১ এ জানুয়ারি প্রাথমিক টেট এর দিন চূড়ান্ত করল বাংলার রাজ্য সরকার। এইবার বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক টেট এর সময় সূচি জানিয়ে দেওয়া হয়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার তৃতীয়…

Avatar

আগামী বছর ৩১ এ জানুয়ারি প্রাথমিক টেট এর দিন চূড়ান্ত করল বাংলার রাজ্য সরকার। এইবার বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক টেট এর সময় সূচি জানিয়ে দেওয়া হয়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার তৃতীয় টেটের বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৩১ এ জানুয়ারি বেলা ১ টা নাগাদ টেট পরীক্ষা নেওয়া হবে। আড়াই ঘণ্টার সময়সীমায় নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষা হবে মোট ১৫০ নম্বরে। এর সাথে টেট(TET) উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়াও শুরু হতে চলেছে জানুয়ারি মাসে। অন্যদিকে এই দফায় মোট ১৬ হাজার ৫০০ টাকার শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলে সূত্র হতে জানা গিয়েছে। আগের সপ্তাহে রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পরে এমন কথা নিজে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এইদিন নবান্নে ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইন্টার্ভিউয়ের মাধ্যমে ১৬,৫০০ পদে নিয়োগ করা হবে ১০ থেকে ১৭ ই জানুয়ারি পর্যন্ত চালানো হবে ইন্টার্ভিউ। যতটা আগে আগে সম্ভব তৈরি করা হবে নিয়োগ প্যানেল। এর সাথে ৩১ এ জানুয়ারি অফলাইনে তৃতীয় টেটের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরীক্ষায় বসতে চলেছেন ২.৫ লাখ পরীক্ষার্থী।

প্রসঙ্গত, গত ১১ ই নভেম্বর নিয়োগের কথা জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। তার কথায়,”২০ হাজার ছাত্র ছাত্রী টেট পাশ করেছেন। টেট পরীক্ষার পর নেওয়া হয় ইন্টার্ভিউ। এখন ১৬,৫০০ টি শূন্যপদ পূরণ করতে হবে। আর পাশ করেছেন প্রায় ২০ হাজার জন।” এছাড়া তিনি আরও জানিয়েছেন,”আমরা পুলিশ কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে নিজের জেলায় বদলি হতে পারেন হোমগার্ড এবং কনস্টবল। প্রায় ৫০ হাজার আবেদন এসেছিল। আমরা অনুমোদন করেছি ৩৫ হাজার জনকে।”