বিজেপি পরিবারে আমাকে জায়গা দেওয়ার জন্য মোদী ও শাহকে ধন্যবাদ : সিন্ধিয়া
বুধবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দলীয় প্রধান জে পি নাড্ডার উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। কমলনাথ সরকারকে পতনের দ্বারপ্রান্তে নিয়ে এসে সিন্ধিয়া একদিন আগেই কংগ্রেস ছাড়েন। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পর সিন্ধিয়া কংগ্রেসের সঙ্গে তাঁর ১৮ বছরের পুরানো বন্ধন ছিন্ন করেছিলেন।
নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে সিন্ধিয়া বলেন যে, তিনি কংগ্রেসে নিজের স্বপ্ন বাস্তবায়িত করতে পারছিলেন না। তাই কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিজেপি পরিবারে তাঁকে জায়গা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন সিন্ধিয়া।
আরও পড়ুন : জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিলেন সিন্ধিয়া
আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার সময় সিন্ধিয়া এদিন বলেন, ‘আমাকে তাদের পরিবারে জায়গা দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানাতে চাই। আমার বাবার ৭৫ তম জন্মবার্ষিকীতে এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরে আমি খুব খুশি।’
এ প্রসঙ্গে নিজের বাবার রাজনৈতিক জীবনের কথা টেনে আনেন সিন্ধিয়া। বলেন, ‘আমার বাবা কংগ্রেসে থাকাকালীন দেশ ও রাজ্যের জন্য কাজ করার চেষ্টা করেছিলেন। তবে আজ কংগ্রেসে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমি দেশের পক্ষে কাজ করতে পারছিলাম না। আজকের কংগ্রেস আর আগের মতো নেই।’