দেশনিউজ

আবারও ৬ জঙ্গিকে জিজ্ঞাসাবাদ চালাবে এনআইএ

Advertisement

৬ আল কায়দা জঙ্গিকে ইতিমধ্যেই জেরা করেছেন তদন্তকারীরা। গতকাল রাত ৯টা থেকে রাত ১টা জেরা চলেছে বিধাননগর দক্ষিণ থানায়। এমনকি কেরলেরও ওই তিন জঙ্গিকেও জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। প্রসঙ্গত, গতকালই পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ থেকে ৬ ও কেরলের এর্নাকুলাম থেকে ৩ জন আল কায়েদা জঙ্গিকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)৷

মুর্শিদাবাদ থেকে যারা ধরা পড়েছে তাদের নাম আবু সুফিয়ান, নাজমুস সাকিব, লিউ ইয়ান আহমেদ, আল মামুন কামাল, মইনুল মণ্ডল এবং আতিউর রহমান৷ আর কেরলের এর্নাকুলামে থেকে যে জঙ্গিরা ধরা পড়েছে তাদের নাম ইয়াকুব বিশ্বাস, মুর্শিদ হাসান, মোশারেফ হোসেন৷ জানা গিয়েছে দিল্লি সহ দেশের একাধিক শহরে হামলার ছক ছিল এই জঙ্গিদের৷

শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের অনেক জায়গায় অভিযান চালিয়ে ৬ জন আল কায়েদা জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ৷ শোনা গিয়েছে গোপন সূত্রে আল কায়েদা মডিউলের খবর ছিলো এনআইএ-র কাছে, এরপরেই তারা দিল্লি থেকে কলকাতায় আসেন।

মোট ১২ জন আধিকারিক মিলে এই অভিযান সফল করেন৷ ওই জঙ্গিদের কাছ থেকে মিলেছে ডিজিটাল ডিভাইস, একাধিক নথি, বন্দুক, জেহাদি বইপত্র, ধারাল অস্ত্র, দেশি বোমা, বিস্ফোরণ তৈরির বই। অনেক জায়গায় লিংক পাওয়ার কারণেই তদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে সূত্রের খবর। এখন না হলেও আগামী দিনে দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা।

Related Articles

Back to top button