নিউজদেশ

আপনার ওয়ালেটে যে আধার কার্ড রয়েছে, সেটি জাল নয় তো? কিভাবে জানবেন আধার কার্ড আসল নাকি জাল

অবিলম্বে আধার কার্ডের সত্যতা যাচাই করে নিন

Advertisement

ভারতের জনগণের জন্য আধার কার্ড জারি করা সংস্থা ইউআইডিএআই সম্প্রতি এই আধার কার্ড সম্পর্কিত একটি বড় তথ্য সম্পর্কে সকলকে আপডেট করেছে। যে সমস্ত সংস্থাগুলি কোন ব্যক্তির পরিচয় পত্র হিসেবে আধার কার্ড গ্রহণ করে থাকেন মূলত তাদের জন্যই এই নির্দেশিকা জারি করেছে ইউআইডিএআই। তাদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করে, সরকারি এই সংস্থাটি জানিয়েছে, যে সমস্ত সংস্থা আধার কার্ডকে প্রয়োজনীয় পরিচয়পত্র হিসেবে ব্যবহার করে, তাদেরকে এবার থেকে আধার কার্ড গ্রহণ করার পর সেটিকে যাচাই করে নিতে হবে সঠিকভাবে। নতুবা আধার কার্ড গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে সেই সংস্থাকে। কারণ আধার কার্ড গ্রহণ করার সময়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেনো সেই আধার কার্ড জাল না হয়। যাতে অসামাজিক কারণে এই আধার কার্ড কেউ ব্যবহার করতে না পারেন, তার জন্যই এই নতুন ব্যবস্থা শুরু করেছে ইউআইডিএআই।

ইউআইডিএআই নতুন নিয়ম জারি করে জানিয়েছে, যেকোনো ১২ সংখ্যার নম্বর কিন্তু সব ক্ষেত্রে আধার নম্বর নয়। আধার নম্বর যদি কেউ বদল করার চেষ্টা করেন অথবা আধার কার্ডের তথ্য পরিবর্তন করার চেষ্টা করেন, সেটা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ এবং আধার দন্ডবিধির ৩৫ নম্বর ধারা অনুযায়ী তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। ইউআইডিএআই রাজ্য সরকারগুলিকে আধার কার্ড ব্যবহারের আগে আধার যাচাই এর প্রয়োজনীয়তার উপরে জোর দেওয়ার জন্য অনুরোধ করেছে এবং রাজ্যগুলিকে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করার আহ্বান জানিয়েছে যাতে যখনই আধারকে পরিচয় প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়, তখন সেই ব্যক্তির পরিচয় যাচাই করা হয়।

আধার কার্ডের QR কোন স্ক্যানার ব্যবহার করে mAadhaar অ্যাপ বা আধারের সমস্ত ফর্মে উপলব্ধ কিউআর কোড ব্যবহার করে যেকোনো আধার কার্ড যাচাই করা যেতে পারে। কিউআর কোড স্ক্যানার অ্যান্ড্রয়েড এবং iOS ভিত্তিক যে কোন মোবাইলে উপলব্ধ। পাশাপাশি উইন্ডোজ ভিত্তিক যে কোন কম্পিউটারে এই ধরনের কিউআর কোড স্ক্যানার উপলব্ধ। আধার ব্যবহারকারীরা তাদের আধার কার্ড অথবা ইলেকট্রনিক আধার কার্ড উপস্থাপন করে তাদের পরিচয় প্রতিষ্ঠা করতে পারেন।

Related Articles

Back to top button