বাংলা সিরিয়াল জগতে একটা সময় ছিল যে হাতে গোনা কয়েকজন নায়ক এবং নায়িকাকে দেখা যেত। অনেকেই এই জগতের সাথে জুড়তে চাইতেন না তাদের নাম। থিয়েটার ব্যাক্তিত্ব থাকলেও তারা এই ইন্ডাস্ট্রিতে সহজে আসতে চাইতেন না।
তবে তা এখন সে পুরনো কথা। এখন সময় অনেক বদলেছে। এসেছে প্রচুর নায়ক এবং নায়িকা। এখন হাতেগোনা নয়, নাম বলতে গেলে হয়ত হাতে গুনতে পারবেননা।
ঐন্দ্রিলা সেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ। ‘ফাগুন বউ’ সিরিয়ালে তাঁর এবং বিক্রমের জুটি দর্শকের খুব পছন্দের। তবে অভিনেতা অঙ্কুশের সঙ্গে দীর্ঘদিন ধরেই ভালবাসার সম্পর্ক রয়েছে এই অভিনেত্রীর। যদিও ঐন্দ্রিলাকে সাধারণত খুব একটা সাহসী পোশাকে দেখা যায় না। কিন্তু সম্পৃতি তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি পোস্ট করেছেন। যা সকলের নজর কেড়েছে।
ঐন্দ্রিলা হট পোশাকের ছবিতে লাইক কমেন্টস পড়েছে চোখে পড়ার মতো। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, “মাই মুম্বই ডেস”।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে মজার বিষয় হল সেই পোস্টের নীচের কমেন্টসগুলো। অভিনেতা অঙ্কুশ অফিসিয়াল নামের পেজ থেকে কমেন্ট করেছেন, “যে ক্যামেরাম্যানকে দেখে এই এক্সপ্রেশনটা এসেছিল আপনার, তাকে একটা পিক কার্টেসি দিতে পারতেন।” এই মজার কমেন্টের পর নেটিজেনরাও ভাল ভাল কমেন্টে ভরিয়ে দিয়েছেন।